Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্দায় ফিরছেন রানী


২৫ নভেম্বর ২০১৭ ১৫:১৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ০৫:৫৩

বিনোদন ডেস্ক

অনেকদিন ধরেই পর্দা থেকে দূরে ছিলেন রানী। ‘মারদানি’ সিনেমার অশ্লীলতা বিতর্কের পর ছিলেন না কোন আলোচনায়ও। এই সময়ে প্রেমিক আদিত্য চোপড়ার সঙ্গে তার প্রণয় পেয়েছে পরিণতি। পৃথিবীতে এসেছে এই জুটির প্রথম সন্তান আদিরাও। তবে ভক্তদের প্রশ্ন ছিলো- কবে সামনে আসছেন তাদের মনের রানী? সে অপেক্ষার প্রহর বুঝি এবার ফুরালো! কারণ আড়াল ভেঙ্গে আবারও দর্শকদের সামনে আসছেন রানী। আগামী বছর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘হিচকি’।

বিজ্ঞাপন

নতুন সিনেমা ‘হিচকি’ প্রসঙ্গে রানী মুখার্জী বলেন, ‘আদিরার জন্মের পর আমি দু’বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলাম।ভেবেছিলাম আমাকে দিয়ে আর অভিনয় হবে না। হয়তো আর পারবো না। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াতেই সব ভয় কেটে গেলো। মনে হলো সিনেমার সেটই আমার বেঁচে থাকার জায়গা।’

১৯৯৭ সালে বলিউডে অভিষেক হয় রানী মুখার্জীর। প্রথম সিনেমা ‘রাজা কি আয়েঙ্গে বরাত’ দিয়েই সবার নজর কাড়তে সক্ষম হন এই বাঙালি ললনা। এরপর ‘গুলাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘চলতে চলতে’, ‘ব্ল্যাক’ সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়।

বলিউড জীবন প্রসঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রানী মুখার্জী বলেন, ‘অভিনেত্রী হওয়ার স্বপ্ন আমার ছিলো না। ছোটবেলায় আমার বাবাও চাননি সিনেমায় আসি। কিন্তু মায়ের খুব শখ ছিলো আমি অভিনয় করি। তার কথা রাখতেই আমি সিনেমায় কাজ শুরু করি।’

ভক্তদেরকে ছোট একটি দুঃসংবাদ দিয়ে এই সাক্ষাৎকার শেষ করেন রানী। জানান, সিনেমায় আর নিয়মিত হবেন না তিনি। মেয়ে আদিরা ও স্বামী আদিত্যকে নিয়ে ভালো আছেন জানিয়ে তিনি বলেন, ‘অনেকেই আমাকে প্রশ্ন করেন বিয়ের পর অভিনয় কমিয়ে দিয়েছি কেন? তাদেরকে বলি আমি ভালো আছি। আমার সময়ের পুরোটুকু মেয়ে ও স্বামীকে নিয়ে কাটাতে চাই। এ কারণেই অভিনয়ে আর নিয়মিত হচ্ছি না। তবে ভালো গল্প পেলে বেছে বেছে কিছু ছবিতে অভিনয় করতে চাই।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারী মুক্তি পাবে সিদ্ধার্থ মালহোত্রা পরিচালিত ‘হিচকি’।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭

রানী মুখার্জী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর