Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো একসঙ্গে কনা-রিজভী


৫ মার্চ ২০২০ ১৫:৩৩

প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন সময়ের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা ও ‘চোখেরই পলকে’ খ্যাত গায়ক রিজভী ওয়াহিদ। গানটির শিরোনাম ‘গাঙচিল মন’। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

‘গাঙচিল মন’র প্রথম কয়েক লাইন এরকম ‘আমি রোজ, হই নিখোঁজ, তোমার চোখের ঈশারাতে/এ কি ঘোর, আসে ভোর, তুমি নামের ভাবনাতে/ আমার জন্য কিছু প্রেম রেখো তুমি হাতে/ গাঙচিল এ মন যাবে তোমার সাথে সাথে’। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজনে মুশফিক লিটু।

বিজ্ঞাপন

গানটি নিয়ে কনা বলেন, ‘খুব মিষ্টি রোমান্টিক একটি গান এটি। রবিউল ইসলাম জীবনের কথার সঙ্গে নাজির মাহমুদের সুর আর মুশফিক লিটুর সংগীতায়োজন মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। আশাকরি সবার পছন্দ হবে।’

রিজভী ওয়াহিদ বলেন, ‘আমার পছন্দের শিল্পীদের একজন কনা। এই গানটিও তিনি খুব সুন্দর গেয়েছেন। গানের গল্পের সঙ্গে মিল রেখেই আমরা ভিডিওটি বানাবো। আসছে ঈদে গানটি প্রকাশ করার ইচ্ছা।’

‘গাঙচিল মন’র শুটিং হবে অস্ট্রেলিয়া। ইউটিউব চ্যানেল ‘আরডব্লিউ এন্টারটেইনমেন্ট’ এটি প্রকাশ করা হবে।

কনা গাঙচিল মন রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর