Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপনকে নিয়ে বিভক্ত বলিউড


২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৪৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৯

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

একদিকে শ্রীদেবীকে হারানোর শোক, আরেকদিকে গায়ক পাপনের ‘যৌন কেলেংকারী’ বিতর্ক। বলিউড আপাতত ডুবে আছে এই দুটি ঘটনার ক্রিয়া-প্রতিক্রিয়ায়। শ্রীদেবী মৃত্যু নিয়ে সবার শোক প্রকাশের ভাষা এক হলেও, পাপন ইস্যুতে বিভক্ত হয়ে গেছেন তারকারা।

যৌন হয়রানি বিতর্কে ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীকে পাশে পাচ্ছেন সুফি ঘরানার গায়ক পাপন মোহান্ত। যে মেয়েকে জড়িয়ে এই বিতর্ক সে এবং তার বাবাও দাঁড়িয়েছেন আসামিজ এই গায়কের পাশে। তবে রাভিনা টেন্ডনের মতো প্রভাবশালী কিছু তারকা ও নারীবাদীরা ঠিকই শাপ-শাপান্ত করছেন পাপনকে।

পাপনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর রাভিনা টেন্ডন টুইট করেন, ‘বিরক্তিকর! লজ্জাজনক! বিকৃত! পাপনকে গ্রেফতার করা উচিত। মেয়েটির বাবা-মা চাপের মুখে রয়েছে। আগে কখনো এতো রাগ বা লজ্জা হয়নি এটা দেখার পর যতোটা হয়েছে। অনেকেই আবার টিভি বিতর্কে এই ঘটনাকে পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে।’

অভিনেত্রী, গায়িকা ও চিত্রশিল্পী সুচিত্রা কৃষ্ণমূর্তি লিখেছেন, ‘পাপন মেয়েটার সঙ্গে যে আচরণ করেছে এমনটা যদি কেউ আমার মেয়ের সঙ্গে করতো তাহলে তাকে আমি থাপড়াতাম, যাতে এমন আচরণ করতে অন্যরা ভয় পায়।’ 

তবে ‘ওম শান্তি ওম’ খ্যাত পরিচালক ফারাহ খান বেছে নিয়েছেন মধ্যপন্থা। ফারাহ বলেছেন, ‘পাপনকে আমি একজন ভালো মানুষ হিসেবেই চিনি, কিন্তু এই ভিডিওটি দেখার পর আমি অস্বস্তিকর বোধ করেছি। আমার মনে হয় না পাপন এটা উদ্দেশ্যপূর্ণ মনোভাব নিয়ে করেছে, তবে মেয়েটা যদি আমার হতো তাহলে আমি এটা পছন্দ করতাম না।’

এই সমালোচনার ফাঁকে প্রকাশ্যে নিজের আচরণের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন পাপন। সেইসঙ্গে শিশুদের গানের রিয়েলিটি শো ‘ভয়েস অব ইন্ডিয়া কিডস ২০১৮’- এর বিচারক পদ থেকেও সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে পাপনের দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তার ‘মোহ মোহ কি ধাগে’ গানটির সহশিল্পী মোনালি ঠাকুর। তিনি বলেছেন, ‘আমি একজন নারী, আমি জানি কোনটা বিকৃত আচরণ আর কোনটা তা নয়। পাপনের ভিডিওটি আমি দেখেছি, সেখানে ওর আচরণ স্বাভাবিক ছিলো।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর