Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিদিন ৭ কোটি রুপি!


৪ মার্চ ২০২০ ১৪:০০

সালমান খান বলিউডের ‘ভাইজান’। রিয়েলিটি শো, স্টেজ শো কিংবা বিজ্ঞাপন সব জায়গায় রেকর্ড সংখ্যক পারিশ্রমিক হাঁকেন। বিগবসে নাকি প্রতি পর্বে ১৩ কোটি রুপি করে নেন। সে ধারা থেকে বের হননি সালমান। একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনের জন্য দিন প্রতি নিয়েছেন ৭ কোটি রুপি। খবর বলিউড হাঙ্গামা।

চাইনিজ স্মার্টফোনটির শুটিং হয়েছে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে গত মাসে। ফোন কোম্পানিটি অবশ্য তাকে টাকাটা সাথে সাথেই পরিশোধ করে দিয়েছে। কারণ তারা ভালো করেই জানে সালমান খানের বিশাল ফ্যান-ফলোয়ারের কথা। ভক্তদের অনেকেই সকাল থেকে রাত পর্যন্ত সবকিছুতেই সালমানকে অনুকরণ করার চেষ্টা করে।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, সালমান এ মোবাইলটির প্রচারণার জন্য আলাদা করে ৪ থেকে ৫ দিন সময় দিবেন। তখনও তাকে সমপরিমাণ অর্থ প্রতিদিনের জন্য দিতে হবে।

সালমান ভক্তরা এ বছর তাকে পর্দায় পাবে ‘রাধে—ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’-এ। ছবিটি মুক্তি পাবে ঈদে। আর আগামী বছরের ঈদ তার ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ মুক্তির কথা রয়েছে।

৭ কোটি রুপি বিজ্ঞাপন সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর