Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘থাদম’ রিমেকে সিদ্ধার্থ


৪ মার্চ ২০২০ ১৩:২৮

সিদ্ধার্থ মালহোত্রা বছরের শেষে ক্যাপ্টেন বিক্রম বার্তার বায়োপিক ‘শেরশাহ’ নিয়ে আসার কথা রয়েছে। এরই মাঝে জানা গেলো, সিদ্ধার্থ তার পরবর্তি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তামিল ‘থাদম’-এর রিমেকে তাকে দেখা যাবে। নবীন নির্মাতা বর্থন কেতকর এটি পরিচালনা করবেন। খবর বলিউড হাঙ্গামা।

ব্লকবাস্টার হিট ‘কবির সিং’ দেওয়ার পর বুসান কুমার ও মুরাদ খেতানি প্রযোজক জুটির এটি চতুর্থ ছবি। ইতোমধ্যে কার্তিক আরিয়ানকে নিয়ে ‘ভুলভুলাইয়া টু’ ও সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় পরবর্তী ছবিও তারা প্রযোজনা করছে।

বিজ্ঞাপন

‘থাদম’ রিমেকের এখনও নাম ঠিক হয়নি। তবে এই অ্যাকশন থ্রিলারটিতে সিদ্ধার্থকে একই সাথে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে। ছবির টিম বর্তমানে লোকেশন খুঁজতে ব্যস্ত। তবে কথা রয়েছে শুটিং হবে দিল্লীতে মে মাসে।

‘থাদম’ তামিলে মুক্তি পেয়েছিলো গত বছরের মার্চে। ছবির কাহিনি ও পরিচালনা ছিলো মগিজ তিরুমেনির। প্রধান চরিত্রে ছিলেন অরুন বিজয়।

‘থাদম’র রিমেক এ বছরের ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বুসান কুমার মুরাদ খেতানি সিদ্ধার্থ মালহোত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর