Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিনা জানালেন, তথ্যটি ঠিক না


৪ মার্চ ২০২০ ১২:৪৭

‘জিরো’ সিনেমার পর দীর্ঘ বিরতিতে আছেন শাহরুখ খান। তবে এর মাঝে খবর চাউর হয়েছে বলিউডের হিট মাস্টারখ্যাত নির্মাতা রাজকুমার হিরানির নতুন প্রজেক্টের মাধ্যমে ফের স্ক্রিনে ফিরবেন বলিউড বাদশাহ। আর তার সেই কামব্যাকে সঙ্গী হবেন কারিনা কাপুর খান। এমনই ছিল খবর।

এরমধ্যে আবার নতুন খবর। জানা গেছে, শাহরুখের সঙ্গী হওয়ার খবরটি নাকি নাকচ করেছেন কারিনা। ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিররকে কারিনা জানিয়েছেন, যদিও শাহরুখের সঙ্গে একই স্ক্রিনে অভিনয় করতে তিনি মুখিয়ে আছেন তবে নতুন কোন সিনেমায় একসঙ্গে কাজ করার মত কোনো খবর এই মুহুর্তে তার কাছে নেই।

বিজ্ঞাপন

মুম্বাই মিররকে কারিনা বলেন, ‘না, এটা সত্যি নয়। আমি শাহরুখকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি। তার সঙ্গে আবারও কাজ করতে চাই কিন্তু এখনই কোনো প্রজেক্টে কাজ করার মত প্রস্তাব আমার কাছে নেই।’

বর্তমানে অবশ্য আরেক খানের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত কারিনা। ইরফানের খানের সঙ্গে ‘আংরেজি মিডিয়ামে’ অভিনয় শেষ হয়েছে। আগামী ১৩ মার্চ সিনেমাটি মুক্তি পাবে। এ সিনেমায় মৃত্যুঞ্জয়ী ইরফান খানের সঙ্গে অভিনয় করে দারুণ খুশি কারিনা।

কারিনা কাপুর খান বলিউড শাহরুখ খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর