Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখের ছোঁয়া ‘কামিয়াব’ জুড়ে


৩ মার্চ ২০২০ ১৪:৩২

‘কামিয়াব’ ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন উৎসব ও শহরে প্রদর্শিত হয়েছে। জিতেছে বিভিন্ন পুরস্কার। ছবিটি এবার ভারতে বাণিজ্যিকভাবে প্রদর্শন করা হবে। মঙ্গলবার (৩ মার্চ) ‘কামিয়াব’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এতে বলিউড ইন্ডাস্ট্রির বাঘা বাঘা প্রযোজক, পরিবেশক, পরিচালক, নায়ক-নায়িকারা উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে ‘কামিয়াব’র ট্রেইলার প্রকাশিত হয়েছে। এটি নির্মিত হয়েছে একজন চরিত্রাভিনেতার জার্নি নিয়ে। ছবিটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

বিজ্ঞাপন

ছবিটিতে শাহরুখ থাকলেও তিনি প্রধান অভিনেতা নন। প্রধান চরিত্রে আছেন সঞ্জয় মিশ্র। ঘটনাচক্রে সঞ্জয় মিশ্রের বলিউড অভিষেক হয়েছিলো শাহরুখের হাত ধরে। ‘ওহ ডার্লিং! ইয়ে হ্যায় ইন্ডিয়া’ শিরোনামের ছবিটি মুক্তি পেয়েছিলো ১৯৯৫ সালে। ওই সময় কেউ ভাবতে পারেননি সুপারস্টার শাহরুখ তাকে নিয়ে ছবি প্রযোজনা করবেন।

ব্যাপারটি নিয়ে সঞ্জয় বেশ উৎফুল্ল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোন ছবির সাথে শাহরুখ খান যুক্ত থাকা মানে বিশাল কিছু। আর আমার জন্য তো স্পেশাল। তিনি খুব যত্ন নিয়ে ছবিটি বানানোতে সহয়তা করেছেন। এ ছোঁয়া দর্শকরা পাবেন ছবি জুড়ে।’

‘কামিয়াব’ মুক্তি পাচ্ছে আগামী ৬ মার্চ। ছবিটি পরিচালনা করেছেন হার্দিক মেহতা।

কামিয়াব শাহরুখ খান সঞ্জয় মিশ্র হার্দিক মেহতা