এপ্রিলে লেডি গাগা’র নতুন অ্যালবাম ‘ক্রোমাটিকা’
৩ মার্চ ২০২০ ১২:২৭ | আপডেট: ৩ মার্চ ২০২০ ১৩:৪৬
‘শ্যালো’ নিয়ে চলমান মাতামাতির মধ্যেই সুপারস্টার শিল্পী লেডি গাগা ঘোষণা দিয়েছেন নতুন অ্যালবামের। নাম ‘ক্রোমাটিকা’। সোমবার (২ মার্চ) ওই অ্যালবাম থেকে সিন্থ পপ সিঙ্গেল ‘স্টুপিড লাভ’ মুক্তি দিয়েছেন এই শিল্পী। খবর সিএনএন।
লেডি গাগার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ক্রোমাটিকা’ বাজারে আসবে আসছে এপ্রিলের ১০ তারিখ। এর আগে, ২০১৬ সালে লেডি গাগার সর্বশেষ অ্যালবাম ‘জোয়ান্নে’ বাজারে এসেছিল।
Welcome to “Chromatica”, coming April 10. Pre-order now ⚔️💓 https://t.co/GjJUC3PRWz
This is not the album cover but we made it for you to enjoy in the meantime 😘 pic.twitter.com/dz2KWt1MzN
— Lady Gaga (@ladygaga) March 2, 2020
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রকাশিত এক বার্তায় লেডি গাগা তার ভক্তদের জন্য ‘ক্রোমাটিকা’ অ্যালবামটির প্রি-অর্ডার লিংক শেয়ার করেছেন। ওই লিংকের মাধ্যমে ‘ক্রোমাটিকা’ অ্যালবামটি অনলাইনে কেনা যাবে।
এর মাঝে, লেডি গাগা অনেক ধরনের কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। তার মধ্যে রয়েছে চলচ্চিত্র ‘অ্যা স্টার ইজ বর্ন’। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি।
এছাড়াও, ‘শ্যালো’ চলচ্চিত্রের থিমসং শ্যালোর জন্য অস্কার পুরস্কার পেয়েছেন লেডি গাগা।
এদিকে, ‘ক্রোমাটিকা’ অ্যালবামটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ব্লাডপপ এবং স্বয়ং লেডি গাগা।