বিটলসের ‘স্ট্রেঞ্জ’ গিটার, দাম উঠলো ৪ লাখ ইউরো
২ মার্চ ২০২০ ১২:১২ | আপডেট: ২ মার্চ ২০২০ ১৩:১০
বিশ্বনন্দিত ব্যান্ডদল বিটলসের তারকা সদস্য জন লেনন ও জর্জ হ্যারিসন ব্যবহার করেছেন এমন একটি ‘স্ট্রেঞ্জ’ গিটারের দাম উঠেছে ৪ লাখ ইউরো। রোববার (১ মার্চ) ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আয়োজিত এক এন্টিক রোড শোতে স্থান পেয়েছিল গিটারটি।
১৯৬০ সালে তৈরি করা ওই গিটারের প্রোটোটাইপটিতে কোনো ফ্রেটবোর্ড ছিল না। ক্যালিফোর্নিয়াভিত্তিক বার্টেল’স নামের একটি গিটার নির্মাতা প্রতিষ্ঠান এই গিটার তৈরি করেছিল। বর্তমানে জর্জ হ্যারিসন প্রতিষ্ঠিত একটি ফিল্ম কোম্পানির কাছে ওই গিটারের মালিকানা রয়েছে। রেকর্ড সিজনস নামের ওই কোম্পানির অনুরোধেই স্ট্রেঞ্জ গিটার বাজানো শুরু করেছিলেন হ্যারিসন।
এই গিটারটি যে জন লেনন এবং জর্জ হ্যারিসনের সংগ্রহশালায় ছিল, তা প্রমাণের জন্য একটি ফটো উদ্ধার করা সম্ভব হয়েছে। এন্টিক রোড শো বিশেষজ্ঞ জন ব্যাড্ডেলি বিবিসিকে বলেছেন, ওই প্রামান্য ফটোগ্রাফটির কারণেই এতো দাম উঠেছে গিটারটির। ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশী দাম উঠতে দেখলেন এই গিটারটির। অবশ্যই গিটার সংগ্রাহকদের জন্য এই গিটারটি অনবদ্য এক সংযোজন।
এর আগে, বিটলসের শেষ পারফরমেন্সে জর্জ হ্যারিসন ব্যবহার করেছেন এমন একটি গিটার ৩ লাখ ৪৭ হাজার ইউরোতে বিক্রি হয়েছিল।