Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মোবাইল চলচ্চিত্র উৎসব, বেস্ট ফিল্ম ‘দ্যা কোনানড্রাম’


১ মার্চ ২০২০ ১৬:৫৮ | আপডেট: ১ মার্চ ২০২০ ১৭:০১

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসরে ‘কম্পিটিশন’ বিভাগে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশি পরিচালক অনুপম হোর ও তাহসিন আহমেদ পরিচালিত ‘দ্যা কোনানড্রাম’ ছবি। এছাড়া ‘ইউল্যাব ইয়াং ফিল্মমেকার’ অ্যাওয়ার্ডও জিতে নেয় আরেক বাংলাদেশি পরিচালক মেহেরুন নেসা পরিচালিত ‘অল উইনারস’ চলচ্চিত্রটি।

২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের শেষ দিনে এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম’ অ্যাওয়ার্ড প্রাপ্ত নির্মাতা অনুপম হোর এবং তাহসিন আহমেদ দুজনই চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে পড়াশোনা করছেন।

বিজ্ঞাপন

প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রকার হিসেবে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব থেকে তারা জিতে নেন ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’।

‘ইউল্যাব ইয়াং ফিল্মমেকার অ্যাওয়ার্ড’ জয়ী মেহেরুন নেসা পড়ছেন ঢাকা উদ্যান সরকারি কলেজে। ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাতা হওয়ার ইচ্ছে পোষণকারী মেহেরুন তার ‘অল উইনারস’ চলচ্চিত্রটিতে সবাইকে একসাথে নিয়ে বিজয়ী হওয়ার গল্প দেখিয়েছেন। সমাপনী পর্বে অনুপস্থিত থাকায় তার পক্ষে পুরস্কার নেন উৎসব পরিচালক রিয়াজ উদ্দিন।

শনিবার আয়োজিত উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র বোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. গীতি আরা নাসরীন।

তিনি বলেন, সৃষ্টিশীল চিন্তাকে মোবাইলে ধারণ করে চলচ্চিত্রের মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী পরিচালকরা।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন। সাইমন বলেন, নতুনদের সিনেমা স্ফুলিঙ্গের মতো, তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে যেন তারা হারিয়ে না যায়।

উৎসবের শেষ দিনের শুরুতে ছিলো ড. আব্দুল কাবিল খানের ‘স্মার্টফোনস দ্য ফিউচার অব ফিল্ম মেকিং’ শীর্ষক বিশেষ কথোপকথন। এর আগে ২৮ ফেব্রুয়ারি উৎসবের উদ্বোধন করেন ইউল্যাবের উপাচার্য প্রফেসর ড. এইচ এম জহিরুল হক।

নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ—এই স্লোগানকে সঙ্গী করে মোবাইলের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করতে প্রতিবছর আয়োজন করা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে বিশ্বের ৪১টি দেশ থেকে ২০২টি চলচ্চিত্র জমা পড়ে। জাতীয় চলচ্চিত্র দিবসকে কেন্দ্র করে আগামী ৩ এপ্রিল থেকে জমা নেওয়া হবে উৎসবের পরবর্তী আসরের চলচ্চিত্র।

মোবাইল চলচ্চিত্র উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর