১০ বছর পর এলো ‘প্রস্থান ২’
১ মার্চ ২০২০ ১৬:৫৫
ব্যান্ড দল শহরতলী ১০ বছর আগে প্রকাশ করেছিলো তাদের প্রথম অ্যালবাম ‘বরাবর শহরতলী’। সেই অ্যালবামের ‘প্রস্থান’ গানটি বেশ জনপ্রিয়। ১০ বছর পর গানটির সিক্যুয়েল ‘প্রস্থান ২ (বিষাদসিন্ধু)’ প্রকাশ করেছে শহরতলী।
তপন মাহমুদের কথায় গানটির সুর করেছেন ব্যান্ডের ভোকাল মিশু খান। গানটির ভিডিও নির্মাণ করেছেন আফজাল হোসেন মুন্না। এই নির্মাতা ৯ বছর আগে গানটির প্রিক্যুয়েল ‘প্রস্থান’ ব্যবহার করেছিলেন তার টেলিফিল্ম ‘তোমায় ভেবে লেখা’ তে।
ভিডিওটি নিয়ে নির্মাতা মুন্না বলেন, ‘শহরতলী ব্যান্ড দলের প্রতিষ্ঠাকালীন সকল সদস্য আমার বন্ধু। এতদিন বিভিন্ন ফিকশন-নন ফিকশন বানালেও মিউজিক ভিডিও বানাইনি। ইচ্ছে ছিলো কখন বানালে ওদেরটাই আগে বানাবো। তপন খুব সহজ একটি গল্প লিখেছিল যাতে সবাই যুক্ত হতে পারে। সেই সহজ গল্পটাকে নান্দনিক ও সহজবোধ্যভাবে উপস্থাপন করতে গিয়ে চিত্রনাট্য থেকে শুরু করে সব কিছুতেই অনেক বেশি মনোযোগ এবং শ্রম দেয়া লেগেছে।’
শহরতলী ব্যান্ডের বর্তমান লাইনআপ- মিশু খান (ভোকাল, অ্যাকোয়েস্টিক গিটার), জিল্লুর রহমান সোহাগ (পারফর্মিং ভোকাল), মোস্তফা জামান সুমন (লিড গিটার), খালেদ বাশার অতনু (কি-বোর্ড), ইসনাত জাবির আহমেদ (ড্রামস) ও রাজিবুর রহমান (বেজ গিটার)।