শুটিংয়ে ফিরেছেন মোশাররফ
৮ ডিসেম্বর ২০১৭ ২১:২৭ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৭ ২১:২৮
স্টাফ করেসপন্ডেন্ট
অনেকদিন ক্যামেরার সামনে নেই মোশাররফ করিম। আগস্টে অসুস্থ হওয়ার পর থেকে অক্টোবর পর্যন্ত কাজ করেছেন থেমে থেমে । অক্টোবরের শেষ দিকে আবারও জন্ডিস চেপে ধরে তাকে। এরপর সম্পূর্ণ বিশ্রাম। মোশাররফের দিন কাটছিলো কখনও কলকাতায়, কখনও মালয়েশিয়ায়; আর বাদবাকি সময় পরিবারে।
মাসখানেক ধরে মালয়েশিয়া আছেন তিনি। সঙ্গে সহধর্মিনী রোবেনা রেজা জুঁই, আর একমাত্র সন্তান রোবেন রায়ান করিম। অবকাশ যাপন তো আছেই, রায়ানের চিকিৎসার জন্যও সেখানে থাকতে হচ্ছে তাদেরকে।
সুখবর হচ্ছে- আবার চেনা জগতে ফিরেছেন মোশাররফ করিম। কয়েক মাস বিরতি কাটিয়ে ৭ ডিসেম্বর প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। নাটকের নাম ‘লাভ ইন মালয়েশিয়া’। শামীম জামানের পরিচালনায় এতে অভিনয়ের জন্য বাংলাদেশ থেকে ইতোমধ্যেই সেখানে পৌঁছেছেন বন্যা মির্জা, আখম হাসান ও আইরিন আফরোজ।
এ মাসের মাঝামাঝি দেশে ফিরবেন মোশাররফ। এরপর কাজ শুরু করবেন নতুন উদ্যমে ।