Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুহুতে শ্রীদেবীর শেষকৃত্য


২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১৪

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

পোস্টমর্টেম শেষে শ্রীদেবীর মরদেহ রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। কিন্তু বিভিন্ন নথিপত্র প্রস্তুত ও পুলিশি প্রক্রিয়ার কারণে সোমবার দুপুর পর্যন্ত দুবাই থেকে ভারতে এসে পৌঁছায়নি শ্রীদেবীর মরদেহ।

দুপুরের পরে দুবাই থেকে ভারতের আসার কথা রয়েছে শ্রীদেবীর মরদেহ। মুম্বাইতে প্রয়াত শ্রীদেবীর বাড়িতে রোববার থেকেই আসছেন তাদের আত্মীয়-স্বজন, বন্ধু ও সহকর্মীরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) থেকেই মুম্বাইতে শ্রীদেবীর বাড়ির সামনে ভিড় করছেন ভক্ত-শুভানুধ্যায়ীরা। অপেক্ষায় আছে গণমাধ্যম।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শ্রীদেবীর শেষকৃত্যর জন্য নেয়া হয়েছে সবরকম প্রস্তুতি। মুম্বাইয়ের জুহুতে পবন হান্সে হবে শ্রীদেবীর শেষকৃত্য।

এরমধ্যে দুবাইয়ের খালিজ টাইমস জানিয়েছে আরো কিছু নতুন খবর। বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছেলন শ্রীদেবী, মেয়ে খুশি ও স্বামী বনি কাপুর। বিয়ের আনু্ষ্ঠানিকতা শেষে বুধবার ভারতে চলে যান বনি। শ্রীদেবীকে চমকে বনি ফের দুবাই যান শনিবার।

বনির সঙ্গে চ্যাট করে বাথরুমে যান শ্রীদেবী। ১৫ মিনিট পর শ্রীদেবীর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলেন বনি। দেখেন শ্রীদেবীর নিথর দেহ পড়ে আছে বাথটাবে।

স্থানীয় সময় রাত নয়টায় বনি কাপুর তার বন্ধুকে ফোন করে এই ঘটনা জানান এবং পুলিশে রিপোর্ট করতে বলেন। নিকট আত্মীয় ও গণমাধ্যমের বরাতে শ্রীদেবীর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলা হলেও, এখনো এর কোনো আনুষ্ঠানিক রিপোর্ট পাওয়া যায়নি।

প্রক্রিয়া শেষে ফিরবে মরদেহ

সারাবাংলা/পিএ/পিএম

জুহু শ্রীদেবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর