Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহ সহিংসতার অভিযোগে স্পিলবার্গ কন্যা আটক


১ মার্চ ২০২০ ১৩:৪৪

যুক্তরাষ্ট্রের টেনেসি থেকে গৃহ সহিংসতার অভিযোগে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ২৩ বছর বয়সী কন্যা মিকায়েলা স্পিলবার্গকে আটক করেছে পুলিশ। রোববার (১ মার্চ) এ খবর জানিয়েছে ফক্স নিউজ।

এর আগে, পর্নো ছবিতে অভিনয়ের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন মিকায়েলা স্পিলবার্গ।

চাক পাঙ্কো নামের ৪৭ বছর বয়সী প্রেমিকের সঙ্গে বসবাস করতেন মিকায়েলা। ফক্স নিউজের কাছে চাক পাঙ্কো এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই ঘটনা নিছকই ভুল বোঝাবুঝি। ওই সময় কেউই আঘাতপ্রাপ্ত হননি।

প্রসঙ্গত, স্টিভেন স্পিলবার্গ ও তার স্ত্রী কেইট ক্যাপশো মিকায়েলাকে দত্তক নিয়েছিলেন। পরে মিকায়েলা পর্নো ছবি বানানোর ঘোষণা দিলে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। তখন মিকায়েলা নিজের নাম দিয়েছিলেন ‘সুগার স্টার’। এই নাম নিয়ে তিনি নাইটক্লাবে নগ্ন নৃত্যে অংশ নেবেন বলেও ঘোষণা দিয়েছিলেন।

আটক গৃহ সহিংসতা টপ নিউজ মিকায়েলা স্পিলবার্গ স্টিভেন স্পিলবার্গ