Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার মাহি-ইমন জুটি


২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৫

মাহিয়া মাহি ও ইমন দুজনকে এর আগে মঞ্চে একসাথে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেছে। কিন্তু অভিনয় করতে দেখা যায় নি। এবার তাদের দুজনকে একই ছবিতে দেখা যাবে— ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ব্লাড’-এ। প্রথমে মাহির নায়ক হবার কথা ছিলো রোশানের।

মাহি ও ইমন দুজনেই সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন। মাহি বললেন, ‘ইমন ভাইয়ের সাথে অভিনয় করছি, মার্চের শেষে শুটিং।’ ‘ব্লাড’র গল্পে মাহিকে একই সাথে দুটি চরিত্রে দেখা যাবে— নায়িকা ও খলনায়িকা।

বিজ্ঞাপন

আগামীকাল (১ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে এক মহরতের মধ্য দিয়ে মাহি ও ইমনের একসাথে অভিনয়ের বিষয়টি ঘোষণা করা হবে। এদিকে ছবি সংশ্লিষ্ট একটি সূত্র বলছে ছবিটির নাম পরিবর্তন হবে। সম্ভাব্য নতুন নাম ‘শ্যাডো’।

মাহিয়া মাহি বর্তমানে ব্যস্ত রয়েছেন রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজী’ নিয়ে। অন্যদিকে ইমন অভিনয় করছেন সৈকত নাসির পরিচালিত ‘আকবর’-এ।

ইমন ওয়াজেদ আলী সুমন ব্লাড মাহিয়া মাহি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর