Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বডি শেমিং নিয়ে সরব শ্রুতি হাসান


২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২১

বডি শেমিং নিয়ে বর্তমান দুনিয়ায় অনেক মানষকে বিড়ম্বনার শিকার হতে হয়। তারকারাও এর থেকে মুক্তি পান না। এ নিয়ে নিজের ইনস্টাগ্রাম আইডিতে বিশাল এক স্ট্যাটাস দিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তিনি নিজের দুটি সাদাকালো ছবি পোস্ট করেন। তিনি জানান, দুটি ছবির তোলার মধ্যকার সময় ব্যবধান মাত্র তিনদিন। একটি প্লাস্টিক সার্জারীর আগে তোলা, অন্যটি এরপর।

পোস্টে শ্রুতি জানান তিনি হরমোন জনিত সমস্যার কারণে শারীরিক ও মানসিকভাবে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকবার। তিনি লেখেন, ‘এটা খুব সহজ ছিলো না। কষ্টটাও সহজ ছিলো না, শারীরিক পরিবর্তন খুব সহজ কিছু না, কিন্তু এটার আমার পক্ষে সহজ আমার পুরো জার্নিটা শেয়ার করা। বিখ্যাত কিংবা অখ্যত কেউই অন্যেকে বিচার করার ক্ষমতা রাখে না। কখনই না। এটা খুব ভালো দেখায় না (সিক)।’

https://www.instagram.com/p/B9EdFeNBj7v/?utm_source=ig_web_button_share_sheet

তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন জানিয়ে লেখেন, ‘হ্যাঁ, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি এবং তা নিয়ে আমার কোন লজ্জ্বা নেই। আমি কি তা প্রমোট করবো? না, কিন্তু আমি কি এর বিপক্ষে? না—এটা শুধু আমি কীভাবে বেঁচে থাকতে চাই (সিক)।’

শ্রুতি হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর