Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিল রিমেকে অজয়


২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৫

অনেক জল্পনা-কল্পনার পর নিশ্চিত হওয়া গেল অজয় দেবগণ তামিল ব্লকবাস্টার ‘কৈথি’র রিমেকে অভিনয় করতে যাচ্ছেন। নিজের টুইটার একাউন্টে শুক্রবার সকালে অজয় নিজেই খবরটি জানিয়েছেন। একই সাথে জানালেন আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।

অজয় লেখেন, “হ্যাঁ, আমি তামিল ছবি ‘কৈথি’র হিন্দি রিমেকে অভিনয় করছি। মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারি, ২০২১।” রিমেকটি প্রযোজনা করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, অজয় দেবগণ ফিল্মস এবং এসআর প্রকাশবাবুর ড্রিম ওরিয়র পিকচার্স।

বিজ্ঞাপন

কিছুদিন পূর্বে ড্রিম ওরিয়র পিকচার্সের তরফ থেকে বলা হয়েছিলো, ‘কৈথি এমন একটা ছবি যেখানে নেই কোন নায়িকা কিংবা গান এবং এটি একশ শতাংশ অ্যাকশন ঘরানার। এতগুলো প্রতিকূলতার মাঝেও দিওয়ালির মত উৎসবে মুক্তি পেয়ে ছবি দক্ষিণের দর্শকরা একে ব্লকবাস্টার বানিয়েছে। আমরা খুব খুশি যে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ছবিটির বলিউড রিমেকের সাথে যুক্ত হয়েছে। টান টান উত্তেজনার ছবিটি আমরা নিশ্চিত পুরো ভারতের দর্শকদেরও আনন্দ দিবে।’

‘কৈথি’ মুক্তি পেয়েছিলো ২০১৯ সালে। ছবিটি পরিচালনা করেছিলেন লোকেশ কানাগরাজ।

অজয় দেবগণ কৈথি