Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো ‘জ্বীন’র নতুন পোস্টার


২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৯

নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’র নতুন পোস্টার প্রকাশিত হয়েছে। এর আগে ছবিটির আরেকটি পোস্টার ও ট্রেলার প্রকাশ পেয়েছিলো।

নতুন পোস্টারে ‘জ্বীন’র নায়িকা পূজা চেরিকে একটি পুরান বাড়িতে শূন্যের উপর ভাসতে দেখা গেছে। তার গায়ে সাদা জামা। পূজার জামা ও বাড়ির দেয়াল জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। পিছনের জানালা দিয়ে সাদা তীব্র আলোর ছটা। পূজাকে ঘিরে আগুন জ্বলছে।

‘জ্বীন’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। পূজার বিপরীতে অভিনয় করেছেন সজল ও রোশান। ছবিটিতে সজল পূজার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। ছবির গল্পে দেখা যায় তার সাথে বিয়ের পরই পূজার শরীরে জ্বীন ভর করে।

প্রথম দিকে এ ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা বলা হলেও টিজারের শেষে জানানো হয়েছে ‘জ্বীন’ মুক্তি পাবে আগামী ১৩ মার্চ।

জাজ জ্বীন নাদের চৌধুরী পূজা চেরি রোশান সজল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর