Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ধারাবাহিকের ৩৫০


২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৩

একসঙ্গে ৩৫০ পর্বের মাইলফলক অতিক্রম করেছে দীপ্ত টিভির দুই ধারাবাহিক ‘অভিমান’ ও ‘ভালোবাসার আলো-আঁধার’।

জেন   অস্টেন   রচিত   ‘প্রাইড   এন্ড   প্রেজুডিস’   এর অনুপ্রেরণায়   নির্মিত   হয়েছে  ‘মান-অভিমান’।  এর  চিত্রনাট্য   করেছেন   নাসিমুল   হাসান   ও সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। আশিস রায় পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান,সমাপ্তি   মাশুক, ইফফাত   আরা   তিথি,   শিবলী   নওমান, সানজিদা ইপসা, আরমান পারভেজ মুরাদ, তানিন তানহা, শেলী   আহসান, সানজিদা   মিলা, তেরেজা   চৈতি, ইমিলা হক, জেবুন্নেসা সোবহান, সুজাত শিমুল, কাজী রাজু, অশোক ব্যাপারীসহ অনেকে।

বিজ্ঞাপন

ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও কলিন রড্রিকের সংলাপে রচিত হয়েছে ‘ভালোবাসার   আলো-আঁধার’।  ধারাবাহিকটি   পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল । অভিনয় করছেন  সুষমা সরকার, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, অরুনা   বিশ্বাস,   আবুল   কাশেম,  মিলি   মুন্সী, স্বাগতা, চান্দা   মাহজাবিন,  রেজাউল   সুজন,  আইনুন পুতুল,  রুহুল, তূর্য, নাজাহ আলাইনা।

একলা মায়ের জয় পরাজয়ের এই ধারাবাহিকের গল্পে দেখা যায় নিজের ছেলেকে নিয়ে জীবনের   সাথে   যুদ্ধ   করতে   থাকা   নন্দিনীকে।   তবে নাটকটিতে এই চরিত্রটির অভিনয়শিল্পী এবার বদলে যাচ্ছে। শুরু   হচ্ছে   নতুন   নন্দিনীর   পথচলা।

দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন সন্ধ্যা   ৭টায়  মান-অভিমান  ও   রাত   ৯টায়  ভালোবাসার আলো-আঁধার প্রচারিত হয়।

অভিমান দীপ্ত টিভি ভালোবাসার আলো-আঁধার