Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্লকবাস্টারে ‘সনিক দ্য হেজহগ’


২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৮

এ বছরের অন্যতম আলোচিত ছবি ‘সনিক দ্য হেজহগ’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিলো গত ১৪ ফেব্রুয়ারি। ছবিটি এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে চলবে ছবিটি।

‘সনিক দ্য হেজহগ’ একটি সায়েন্স ফিকশন অ্যাকশন ছবি। পরিচালনা করেছেন জেফ ফোলার। এর কাহিনি লিখেছেন জস মিলার। মূল চরিত্রে অভিনয় করেছেন জেমস মার্সডন, জিম কেরেই।

ছবিটি নির্মিত হয়েছে সেগা কর্তৃক প্রকাশিত ভিডিও গেম ফ্যাঞ্চাইজির উপর ভিত্তি করে। এর গল্পে দেখা যায় নীল হেজহগ নামের একজন নৃবিজ্ঞানী অন্য আরেক পৃথিবী থেকে এসেছে। তার পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো ভিলনদের থেকে নিজেকে বাঁচানো এবং তার গতিবেগ বাড়ানো। গ্রিন হিলস শহরে সে আশ্রয় নেয়। দুর্ঘটনাক্রমে বিশাল বিদ্যুৎ বিভ্রাট ঘটানোর জন্য সরকারের লক্ষ্যবস্তুতে পরিনত হন।

জেফ ফোলার ব্লকবাস্টার সিনেমাস সনিক দ্য হেজহগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর