মক্কা নিয়ে গান, নারী র্যাপারকে আটকের নির্দেশ
২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১০:২৩
মক্কা নগরীরের পবিত্রতা নষ্টের অভিযোগে সৌদি আরবের নারি র্যাপার আয়াসেল স্লে কে আটকের নির্দেশ দিয়েছেন মক্কার গভর্নর। তার বিনতে মক্কা বা গার্লস ফ্রম মক্কা গানের ভিডিওর কারণে তিনি এই সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে আল জাজিরা।
আয়াসেলের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের ওই ভিডিওটি বর্তমানে মুছ দেওয়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ওই ভিডিওতে একটি ক্যাফেতে আরও কয়েকজন সহশিল্পীদের সঙ্গে র্যাপ গাইতে দেখা যায় তাকে। লিরিকে বলা হয় কেন সৌদি আরবের অন্যান্য শহরের নারীদের চেয়ে মক্কার নারীরা সৌন্দর্য এবং শক্তিতে এগিয়ে আছেন। তাদের সঙ্গে বিয়ে হলে কেন আপনি লাভবান হবেন এসব প্রসঙ্গ।
এদিকে, ওই ভিডিওর কারণে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মক্কা কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় জানায়, ওই র্যাপার এবং ভিডিও প্রোডাকশন টিমকে আটকের নির্দেশ দিয়েছেন প্রিন্স খালিদ বিন ফয়সাল। অভিযোগে বলা হয়েছে, এই ভিডিওর মাধ্যমে মক্কার সংস্কৃতি এবং ঐতিহ্য নষ্ট করা হয়েছে।