নাট্যোৎসবে ‘সময়’ নাট্যদলের ‘ভাগের মানুষ’
২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৮
‘জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি, মানবে না এ সংস্কৃতি’—এই প্রতিপাদ্যে সারাদেশে চার শতাধিক নাট্য সংগঠনের অংশগ্রহণে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০২০’। দেশের ৬৪ জেলায় বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে এই নাট্যোৎসবের। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ (সোমবার) জাতীয় নাট্যোৎসবের ১৩তম দিনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হচ্ছে ‘সময়’ নাট্যদলের ২৬ তম প্রযোজনা নাটক ‘ভাগের মানুষ’। নাটকটির রচনা করেছেন নাট্যকার মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন নাট্যজন আলী যাকের।
‘উপমহাদেশের মানচিত্রে এক ঐতিহাসিক ঘটনা হলো ভারতবর্ষের বিভাজন। এ কেবলই মানচিত্রের বিভাজন নয়। এর সাথে জড়িয়ে আছে লক্ষ কোটি মানুষের ভাগ্য ভালবাসা সম্পদ সঞ্চয় ও প্রণয়ের নানা ঘটনা। উপমহাদেশ থেকে ইংরেজ যখন তার তাঁবু গুটিয়ে নিতে বাধ্য হলো, তখনই তাদের মধ্যে এক বড়ো সংশয় ছিলো যে, এ মানুষেরা যদি আগামীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলিতভাবে বেড়ে ওঠে তাহলে পৃথিবীর নানা সাম্রাজ্যের শক্তি হুমকির সম্মুখীন হবে। এ সংশয় থেকে শীর্ষস্থানীয় হিন্দু মুসলিম নেতাদের নিয়ে ভারত বিভাজনের চক্রান্ত করে ইংরেজ। সফল হয় তারা। সাম্প্রদায়িক শক্তির উপর ভিত্তি করে পৃথিবীর যে কোন জনগোষ্ঠীর এটাই প্রথম ও একমাত্র বিভাজন।
দেশ ভাগের পর দুই দেশের মধ্যে সংগঠিত ভাবেই শাসকগোষ্ঠী নির্মাণ করে এক কঠোর বৈরীভাব। দীর্ঘদিনের অসাম্প্রদায়িক ভাবনা নিয়ে লালিত জনগণ তখন খাঁচায় বন্দী পাখির মতো কেবল দীর্ঘশ্বাস ছাড়ে। এমন সময় এই উপমহাদেশের নানা পাগলা গারদে খবর পৌঁছে যে সেখানকার হিন্দু পাগল ও মুসলমান পাগলদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। অথচ হিন্দুস্তান ও পাকিস্তান নামের দেশ দু’টি পাগলদের কাছে অপরিচিত। ঐ নামের দেশ অতীত ইতিহাসে বা ভূগোলে কোথাও চিহ্নিত নেই।
লাহোর পাগলা গারদে একদিন প্রত্যুষে শুরু হয় পাগল বিনিময়। দুই দেশের সৈন্যরা স্ব স্ব পতাকা হাতে দাঁড়ায় রাষ্ট্রের কানুন রক্ষা করতে। এরই মধ্যে ঘটে এক রক্তক্ষয়ী ঘটনা। পাগলদের মধ্য থেকে উচ্চারিত হয় এক লোমহর্ষক অসাম্প্রদায়িক কণ্ঠস্বর। রচিত হয় এক নিরব ইতিহাস যা লেখা হয় না কাগজে। কারণ ঐ যুদ্ধের মানুষেরা ছিল পাগল…
এই গল্পটি সা’দত হাসান মান্টোর- যিনি মূলত ছোট গল্পের কিংবদন্তীরূপেই বেঁচে আছেন উর্দূ সাহিত্যে। তার লেখা দেশভাগের গল্পগুলো এখনো তুমুল জনপ্রিয় এবং বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। মূলত আত্ম-জিজ্ঞাসা, দেশ, সমাজ, রাষ্ট্রব্যবস্থা ও প্রশাসনের খামখেয়ালি এসব তাকে তাড়িত করেছে যথাযথভাবে। তাই তার অধিকাংশ গল্প, নিছকই কোন আনন্দের জন্য নয় বরং তা যেন প্রচ্ছন্ন সত্য প্রতিবাদ। তেমনই একটি গল্প ‘টোবটেক সিং’কে ১৯৯৭ সাল থেকে নাট্যরূপে ‘ভাগের মানুষ’ নামে মঞ্চে উপস্থাপন করছে দেশের প্রতিষ্ঠিত নাট্যদল ‘সময়’।
নাট্যজন আলী যাকের নির্দেশিত ‘ভাগের মানুষ’ নাটকটিতে আবহসংগীত ও মঞ্চ পরিকল্পনা করেছেন নির্দেশক নিজেই। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোষাক পরিকল্পনায় মানসুরা আক্তার লাভলী ও প্রযোজনা অধিকর্তা আমিনুল হক মন্টু। নাটকটির পোষ্টার ডিজাইন করেছেন বিশিষ্ট চিত্রশিল্পী রফিকুন্ নবী।
আলী যাকের জাতীয় নাট্যোৎসব ২০২০ ভাগের মানুষ মান্নান হীরা সময় নাট্যদল