Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরান ঢাকা থেকে শুরু ‘স্বপ্নবাজী’


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২২

কথা ছিলো গত বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘স্বপ্নবাজী’। নানা কারণে শুরু হচ্ছিলো না। অবশেষে শুরু হলো রায়হান রাফি পরিচালিত ছবিটির শুটিং। পুরান ঢাকায় রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে চলছে শুটিং।

পরিচালক রাফি সারাবাংলাকে জানান, প্রথম লটে তারা ৯ দিন শুটিং করবেন। ঢাকার বিভিন্ন লোকেশনে শুট হবে। প্রথমদিনের শুটে অংশ নিচ্ছেন প্রিয়ন্তি ঊর্মি, সেতু ও সুমন আনোয়ার। আগামীকাল রাত থেকে অংশ নিবেন মাহিয়া মাহি।

বিজ্ঞাপন

তবে প্রথম লটে কোন শুট নেই সিয়ামের। এ ছবির প্রধান চরিত্রে আরও আছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। দ্বিতীয় লট শুরু হবে আগামী মাসে।

বাংলাদেশ ফ্যাশন ও গ্ল্যামারওয়ার্ল্ড নিয়ে নির্মিত ছবিটির কাহিনি রায়হান রাফির। চিত্রনাট্য লিখেছেন শাহ্জাহান সৌরভ। প্রযোজনা করছে পিএইচ এন্টারটেইনমেন্ট। রাফি জানালেন, ইচ্ছে আছে ছবিটি কোরবানির ঈদে মুক্তি দেওয়ার।

জান্নাতুল ফেরদৌস পিয়া প্রিয়ন্তী ঊর্মি মাহিয়া মাহি রায়হান রাফি সিয়াম আহমেদ স্বপ্নবাজী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর