কিয়ারা’র চুরির অভিযোগ
২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০৯
২০১৪ সালে চলচ্চিত্রে হাতে খড়ি হলেও কিয়ারা আদভানির খ্যাতির খাতা খোলে ২০১৮ তে। সেই থেকে বলিউড সিনেমা জগতে ভালোভাবেই লেগে আছেন তিনি। বলিউড এই অভিনেত্রীর গুণমুগ্ধ দর্শকও যেমন অসংখ্য, তেমনি তাকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলার মানুষও হয়তো কম নেই!
সম্প্রতি এমনই একটি অভিযোগ আনলেন কিয়ারা আদভানি। বলিউড আলোকচিত্রী ডাব্বু রত্নানির তোলা কিয়ারার একটি ছবির সঙ্গে আরেকজন ফটোগ্রাফারের তোলা ছবির মডেলের পোজ হুবহু মিলে গেছে। সেই মডেলের নাম স্টেপ টেইলর। নগ্ন হয়ে পাতার আড়ালে পোজ দিয়ে কিয়ারা, টেইলর দুজনই ছবি তুলেছেন। ছবির ‘ভাবনা চুরির’ এই ঘটনায় ডাব্বু রত্নানিকে দায়ী করেছেন কিয়ারা।
এদিকে ২০২০ সালে বহুল প্রতীক্ষিত বার্ষিক ক্যালেন্ডার বের করে বেশ খ্যাতি পেয়েছেন ফ্যাশন আলোকচিত্রী ডাব্বু রত্নানি। বলিউড তারকাদের গল্প দিয়েই সাজানো হয়েছে এই ক্যালেন্ডার। ডাব্বুর বিরুদ্ধে ছবির ভাবনা চুরির অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারা আদভানি বলেন, ‘আমি ডাব্বুর ক্যালেন্ডার থেকে নিজের নাম প্রত্যাহার করছি।’
কিয়ারার এই পোষ্ট প্রচুর শেয়ার হয়েছে। তার ভক্তদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। পোষ্ট শেয়ার করে একজন লিখেছেন, ‘অত্যন্ত লজ্জা। অন্যের ভাবনা চুরি করা ভীষণ অন্যায়।’
উল্লেখ্য, নেটফ্লিক্সের ছবি ‘লাস্ট স্টোরিজ’ এ করণ জোহরের মাধ্যমেই পরিচিতি পান কিয়ারা আদভানি। ছবিটি অত্যন্ত জনপ্রিয় হয়। যদিও ছবির একটি দৃশ্য নিয়ে বিতর্ক আছে। তারপরও আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। ‘কবির সিং’ তাকে দারুণ জনপ্রিয়তা এনে দেয়।
এবার করণের সঙ্গেই আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কিয়ারা। ‘গিল্টি’ নামের এই ছবিটি নেটফ্লিক্সে প্রযোজিত হবে।