নাট্যোৎসবে নাগরিক নাট্যাঙ্গনের ‘আকাসে ফুইটেছে ফুল- লেটো কাহন’
২৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:০০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:০৭
‘জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি, মানবে না এ সংস্কৃতি’—এই প্রতিপাদ্যে সারাদেশে চার শতাধিক নাট্য সংগঠনের অংশগ্রহণে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০২০’। দেশের ৬৪ জেলায় বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে এই নাট্যোৎসবের। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ (রবিবার) জাতীয় নাট্যোৎসবের ১২তম দিনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হচ্ছে নাগরিক নাট্যাঙ্গন’র ‘আকাসে ফুইটেছে ফুল- লেটো কাহন’। ড. রতন সিদ্দিকী’র রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন হৃদি হক। এটি নাগরিক নাট্যাঙ্গন’র ২৬তম প্রযোজনা।
লেটোর দল। আনন্দ-উচ্ছাসে মাতিয়ে রাখে চুরুলিয়া-আসানশোল। জনপ্রীতি আর মনোতৃপ্তিতে তাদের সময় বহে যায়। এরই মধ্যে একদিন ঘোষিত হয় বঙ্গভঙ্গ। বিভক্ত হয় বাংলা। জন্ম হয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল মুসলিম লীগের। ইংরেজদের ষড়যন্ত্রে বিষিত বিরোধে জড়িয়ে যায় বাঙালী হিন্দু-মুসলমান। বিষাক্ত হয়ে ওঠে কলকাতা, ঢাকা, বর্ধমান। অসাম্প্রদায়িক চেতনায় লালিত হাজার বছরের বাঙালি বিস্মৃত হয় তার ঐতিহ্য।
এই গ্লানিময় বিষাক্ত বাতাস এসে লাগে দূরের লোকালয়েও। ভারাক্রান্ত করে চুরুলিয়া-আসানশোলের জনপদকে। মলিন করে লোকনাট্য লেটোকে। তারা আক্রান্ত হয় ধর্মীয় উগ্রবাদীদের দ্বারা। লেটোর দলে কেউ কেউ যোগ দেয় ওদের সঙ্গে। ভেঙ্গে যায় দল। প্রান্তিক জনগোষ্ঠীর আনন্দ-আয়োজন লেটো বন্ধ হয়ে যায়। সদস্যদেরকে গ্রাস করে হতাশা, দারিদ্র ও অনিশ্চয়তা।
এ সময় হিন্দু-মুসলমানের ভ্রাতৃঘাতী বিরোধ নিরসনে এবং বঙ্গভঙ্গ রদের দাবীতে সোচ্চার হন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অমৃতলাল বসু প্রমুখ। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মহর্ষি দেবন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠপুত্র রবীন্দ্রনাথ ঠাকুর গান গেয়ে, রাখি বেঁধে সম্প্রীতির আহ্বান জানালেন। বাংলা বিভক্তির বিরোধীতা করলেন।
১৯১১ সালে লক্ষ জনের নিরন্তর সংগ্রাম ও প্রচেষ্টায় বঙ্গভঙ্গ রহিত হয়। বাঙালি স্বস্তির নি:শ্বাস ফেলে। কিন্তু ততদিনে গায়কের অভাবে লেটোর দল বিলুপ্ত হতে বসেছে। এমনি ক্রান্তিকালে ভাঙ্গা লেটোর দলে যুক্ত হয় চুরুলিয়ার হতদরিদ্র পরিবারের ছেলে দুখু মিয়া। তার গায়কি দক্ষতায় পুনশ্চ জেগে ওঠে লেটোর দল। মেতে ওঠে চুরুলিয়া-আসানশোলের প্রান্তিক মানুষ। এই নিয়ে আমাদের ‘আকাসে ফুইটেছে ফুল – লেটো কাহন’।
এই নাটকের আলোক পরিকল্পনা করেছেন সদ্যপ্রয়াত থিয়েটারের দ্রোহকন্যা ইসরাত নিশাত। মঞ্চ পরিকল্পনায় সাজু খাদেম। আবহ সংগীতে কামরুজ্জামান রনি। পোশাক পরিকল্পনায় আইরিন পারভিন লোপা এবং নৃত্যভঙ্গি পরিকল্পনায় রায়হানুল আলম।
আকাসে ফুইটেছে ফুল- লেটো কাহন জাতীয় নাট্যোৎসব ২০২০ নাগরিক নাট্যাঙ্গন হৃদি হক