নতুন শুটিংয়ে এভ্রিল
৮ ডিসেম্বর ২০১৭ ১৯:২০ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৭ ১৯:২৬
বিনোদন প্রতিবেদক
৯ ডিসেম্বর নতুন শুটিংয়ে যাচ্ছেন এভ্রিল। কীসের শুটিং, কার শুটিং, কোথায় শুটিং তার কিছুই জানাননি তিনি। বাইকে বসেই মুঠোফোনে কথা বলেন তিনি,
‘সারাদিন সাংবাদিকরা ফোন করেছে আমাকে। বুঝতে পারছি, ভিডিওটি সবাই দেখছে। তবে আমি অনেক ক্লান্ত। এখন আর কথা বলতে চাই না। রাতে বাসায় গিয়ে শুটিংয়ের প্রস্তুতি নিতে হবে।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট হারানো এভ্রিল প্রথম শুটিংয়ে যাচ্ছেন? না, এর আগেও শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ৭ ডিসেম্বর, শুক্রবার প্রকাশ পেয়েছে তার অভিনীত মিউজিক ভিডিও। প্রদীপ সাহার লেখা ‘রূপালি আঁচল’ শিরোনামের গানে মডেল হয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল। ঐশীর গাওয়া এ গানে সংগীত করেছেন ইমন চৌধুরী এবং নাজির মাহমুদ দিয়েছেন সুর। কণ্ঠশিল্পী ঐশীর হাওয়া অ্যালবামের গান এটি।
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে অনলাইনে এসেছে মিউজিক ভিডিওটি। গানে সেই হাইস্পিড বাইক রাইডার এভ্রিলকে দর্শকরা পাবেন ভিন্ন ভাবেই। মডেল রকিবের সঙ্গে প্রেমময়ী নারী হয়ে ধরা দিয়েছেন আলোচিত এই সুন্দরী। বাংলাফ্লিক্সে দেখা যাচ্ছে গানটি, বাংলালিংক ভাইপ, জিপি মিউজিক ও রবি ইয়ন্ডার মিউজিকে শোনা যাচ্ছে গানটি।
এভ্রিলের মিউজিক ভিডিও:
সারাবাংলা/পিএ/কেবিএন