নকশীকাঁথার ‘বাংলা ভাষার দুর্গতি’
২২ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৭
ভাষা আন্দোলনের ৭০ বছর হতে চললো। কিন্তু এখনও অনেকে ভাষাকে নানাভাবে বিকৃতি করেন। বাংলা ব্যবহার করতে চান না। আর এ নিয়ে লোকগানের অন্যতম জনপ্রিয় ব্যান্ড নকশীকাঁথা নিয়ে এলো ‘বাংলা ভাষার দুর্গতি’ শীর্ষক মিউজিক ভিডিও।
ভিডিওটি প্রকাশ করা হয়েছে লেজার ভিশন থেকে। তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখা যাচ্ছে।
দলটির প্রধান ও ভোকাল সাজেদ ফাতেমী বলেন, ‘এখন আমরা নিজেরাই প্রতিনিয়ত বাংলা ভাষার ক্ষতি করছি। অন্য ভাষার কথা বাদই দিলাম। শুধু বাংলা ভাষার কথাই বলছি । বাংলা আমাদের মায়ের মুখের ভাষা। অথচ এই ভাষায় শুদ্ধভাবে ক’জন কথা বলছি। যেকোনো স্তরের যেকোনো মানুষকে যদি বলা হয়, ৫ মিনিট শুদ্ধ বাংলায় কথা বলুন… পারবেন না।’
নকশীকাঁথা ব্যান্ডের লাইনআপ-সাজেদ ফাতেমী : দল প্রধান ও ভোকাল, জে আর সুমন : অ্যাকুইস্টিক গিটার, রাবাব ও দোতারা, বুলবুল সাহা : কাহন ও পারকেশন্স, রোমেল হাসান : মেলোডিকা ও অ্যাকোর্ডিয়ান এবং শামস : বেইজ গিটার