৩ হল বেড়েছে বীর’র
২১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩০
ভালোবাসা দিবসে মুক্তি পায় ‘বীর’। কাজী হায়াত পরিচালিত পরিচালকের ৫০তম ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলি ও মিশা সওদাগর। দ্বিতীয় সপ্তাহে এসে প্রথম সপ্তাহের ৮০ থেকে ৩টি বেড়ে ৮৩টি সিনেমা হলে ছবিটি।
‘বীর’র গল্পে শাকিব রাজনীতিক গুটিবাজির শিকার হয়ে একজন পেশাদার খুনি হয়ে যায়। তার বিপরীতে থাকা বুবলি একজন রাজনীতিবিদের আশ্রীতা। শাকিবের দায়িত্ব থাকে দেখে শুনে রাখা।
ছবিতে শাকিব খানের নাম থাকে ‘বীর’। প্রকাশিত ট্রেলার, পোস্টার দেখে বলা হচ্ছে এটি ভারতীয় ছবি ‘কেজিএফ’র নকল। তিনি অভিযোগটি উড়িয়ে দিয়ে বলেন, ‘বীর সম্পূর্ণ মৌলিক একটি সিনেমা। এটি দেশপ্রেমের গল্প। এর সাথে দেশি-বিদেশি কোনও গল্পের মিল নেই। মান্নাকে নিয়ে আমি যেমন টাইপের ছবি করতাম ওই টাইপের ছবি হবে এটা।’
এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন শাকিব খান ও মোঃ ইকবাল।