Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সামিশা’র মা হলেন শিল্পা


২১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৭

বলিউড সেনসেশন শিল্পা শেঠি কন্যা সন্তানের মা হয়েছেন। গত ফেব্রুয়ারি ১৫ ফেব্রুয়ারি তার সন্তান ভূমিষ্ঠ হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রাম আইডিতে খুশির খবরটি জানান শিল্পা। একই সাথে তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রও এ নিয়ে পোস্ট করেন।

রাজ কুন্দ্র লেখেন, ‘আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা খুশি; আমাদের পরিবারের নতুন সদস্য সামিশা শেঠি কুন্দ্র। আলোকিত হলাম কন্যা সন্তানে। কৃতজ্ঞতা।’

বিজ্ঞাপন

https://www.instagram.com/p/B80VsM1ADrt/?utm_source=ig_web_button_share_sheet 

শিল্পা তার কন্যার আঙ্গুল ছুঁয়ে আছেন এমন ছবি শেয়ার করেন। ‘আমাদের প্রার্থনার উত্তর অলৌকিকতার সাথে পেয়েছি। আমাদের হৃদয় হতে কৃতজ্ঞতা জানিয়ে খুবই  শিহরণের সাথে জানাতে চাই আমাদের ছোট্ট পরী সামিশা শেঠী কুন্দ্রর আগমনের খবর’—এমনভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পা।

https://www.instagram.com/p/B80Uq2RB3yj/?utm_source=ig_web_button_share_sheet

তিনি মেয়ের নামের অর্থও জানান। সংস্কৃত ‘সা’ মানে ‘হলো’ এবং রাশিয়ান ‘মিশা’ মানে ‘ঈশ্বরের মত দেখতে কেউ’। শিল্পার ভাষায় আপনি চাইলে তাকে ‘ঈশ্বরের লক্ষ্মী’ বলতে পারেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, কন্যা শিশুটির জন্ম হয়েছে সারগোসির মাধ্যমে।

শিল্পা শেঠী ব্যবসায়ী রাজ কুন্দ্রকে বিয়ে করেন ২০০৯ সালে। তাদের ছেলে ভিয়ান ২০১২ সালে জন্ম নেয়। ‘নিকাম্মা’ ও ‘হাঙ্গামা টু’ দিয়ে শিল্পা শিগগিরই পর্দায় ফিরছেন।

কন্যা সন্তান নিকাম্মা শিল্পা শেঠী হাঙ্গামা টু