Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিক্সড মার্শাল আর্ট নিয়ে ‘পাঞ্চ’


২০ ফেব্রুয়ারি ২০২০ ১৯:২৫

কৌশিক শংকর দাস ২০০৭ সাল থেকে নিয়মিত নাটক নির্মাণ করছেন। সংখ্যায় কম হলেও তার নির্মিত নাটক সব সময় দর্শকপ্রিয়তা পেয়েছে গল্পের ভিন্নতা এবং পরিচ্ছন্ন নির্মাণ শৈলীর কারণে। এবার তিনি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। ছবির নাম ‘পাঞ্চ’। প্রধান চরিত্রে আছেন নিলয় আলমগীর ও মেঘলা মুক্তা। মিক্সড মার্শাল আর্টের পটভূমিতে এই ছবির গল্প লেখা হয়েছে।

২০১৩ সালে ‘অল্প অল্প প্রেমের গল্প’ রিলিজের প্রায় ৬ বছর পর নিলয় আবার কোন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। আর বাংলাদেশিকন্যা মেঘলা বর্তমানে তেলেগু ছবিতে নিয়মিত অভিনয় করছেন।

বিজ্ঞাপন

‘পাঞ্চ’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মোমিনুল হক ও কৌশিক শংকর দাশ। বর্তমানে প্রি-প্রডাকশনের কাজ চলছে।

মিক্সড মার্শাল আর্টে পর্দার আড়ালে ঘটে নানারকম অবৈধ কাজ। অনিচ্ছা সত্বেও জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন কবির এই খেলার সাথে জড়িয়ে পড়ে। এ নিয়ে স্ত্রী আশার সাথে দাম্পত্য জীবনে শুরু হয় দ্বন্দ্ব। ব্যবসায়ী শাহবাজ খান কবিরের জীবনকে পুরোপুরি ওলট পালট করে দেয়। কবিরের ছোটবেলার বন্ধু এবং শাহবাজ খান এর ম্যানেজার শামিম তাকে একটা ভালো জীবনের স্বপ্ন দেখায়। কিন্তু এক পর্যায়ে কবির শাহবাজ খানের অন্যায় আদেশ মানতে রাজী না হলে শুরু হয় ষড়যন্ত্র। সেখান থেকে কবির কিভাবে নিজেকে এবং তার পরিবারকে রক্ষা করে, এসব নিয়ে ‘পাঞ্চ’র গল্প আবর্তিত হয়েছে।

জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মোমিনুল হক। আগামী মার্চ মাস থেকে ‘পাঞ্চ’র শুটিং শুরু হবে বলে নির্মাতা জানান।

কৌশিক শংকর দাস নিলয় আলমগীর পাঞ্চ মেঘলা মুক্তা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর