Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোকচিত্রে শিশুদের শহিদ মিনার


২০ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৮

বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাতে শিশুদের বানানো শহিদ মিনারের আলোকচিত্রের প্রদর্শনী ‘বাংলার আপন সৌধ’ সাজিয়েছেন শিল্পী খুরশীদ আলম আলোক।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ও শিল্পী নাসিম আহমেদ নাদভী।

এই প্রদর্শনী সম্পর্কে শিল্পী খুরশীদ আলম আলোক জানালেন, ‘শিল্পীরা শুধু শিল্পকর্ম তৈরি করেনা। শিল্প মনের মানুষ তৈরি করে। মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের সংগীত, কবিতা, লেখনি আর শিল্পকর্মের মাধ্যমে। মানুষ উজ্জীবিত হত এই শিল্পীদের কাজে। বিভিন্ন মাধ্যমের বিভিন্ন স্তরের শিল্পীরা এ কাজটিই করেছেন। বড় শিল্পীদের মত আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিশু শিল্পীরাও মানুষকে ঐক্যবদ্ধ করছে। আমাদের এই শিশু শিল্পীরা প্রতি বছর নিজের মনের সবটুকু আবেগ ঢেলে তৈরি করছে প্রাণের শহীদ মিনার। বড়দের মত এখন ওরা রাষ্ট্রভাষা আন্দোলন এবং শহীদ মিনারকে শোকের সাদাকালো আবহে দেখছে না। রাষ্ট্রভাষা আন্দোলন আর প্রাণের মিনারকে ওরা দেখছে ওদের নতুন আর রঙ্গীন জীবনের ভিত্তি হিসেবে। তাই ওরা তৈরি করছে রঙ্গীন মিনার। আর সেখানে সমবেত করছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোক। যে মানুষগুলোও স্বপ্ন দেখছে রঙ্গীন জীবনের।

আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের ৩নং গ্যালারিতে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বিজ্ঞাপন

আলোকচিত্র প্রদর্শনী খুরশীদ আলম আলোক টপ নিউজ বাংলার আপন সৌধ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর