‘শূন্য’ শেষে শূন্যে শ্রীদেবী
২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৩ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১৭:১০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী। তার হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। আশির দশকের পুরোটাই ছিল এই অভিনেত্রীর দখলে।
১৫ বছর বিরতির পর ২০১২ সালে রূপালি পর্দায় ফেরেন শ্রীদেবী। ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমা দিয়ে ফিরেই দর্শত মাতান তিনি। ছবিটির সাফল্য এনে দেন বক্স অফিসেও। এরপর আবার চার বছরের বিরতি। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘মম’।
এটাই শ্রীদেবীর শেষ সিনেমা নয় কিন্তু। তিনি অভিনয় করেছেন শাহরুখ খানের আপকামিং সিনেমা ‘জিরো’তে। আনন্দ এল. রায় পরিচালিত সিনেমায় নিজের পরিচয়েই অভিনয় করেছেন শ্রীদেবী।
ছবির একটি পার্টি দৃশ্যে তাকে দেখতে পাওয়ার কথা। তার সঙ্গে আরো দেখতে পাওয়ার কথা কারিশমা কাপুর, আলিয়া ভাট ও শাহরুখ খানকে।
সিনেমার পরবর্তী প্রচারের জন্য খবরটি রাখা হয়েছিল আড়ালেই। এই সিনেমার মাধ্যমে শাহরুখ খানের সঙ্গে দীর্ঘদিন পর শ্রীদেবীকে দেখতে পাওয়ার সুযোগ পাবেন দর্শকরা।
শ্রীদেবীর জন্য শোকবার্তা
সারাবাংলা/পিএ