Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দিনে ঐশীর একক অ্যালবাম


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৮

কণ্ঠশিল্পী ঐশী দুঃসাহসী কাজই করতে যাচ্ছেন বলা যায়। অ্যালবাম যেখানে বাংলাদেশের বুক থেকে চিরতরে হারিয়ে যেতে বসেছে সে সময় তিনি একক অ্যালবাম নিয়ে আসছেন।

‘ঐশী এক্সপ্রেস-টু’ তার ষষ্ঠ একক অ্যালবাম। এটি প্রকাশিত সিমভি থেকে।

এ দুর্দিনে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের সাহস দেখানো প্রসঙ্গে ঐশী বললেন, ‘এটাকে আমি সাহস না বলে, অ্যালবামের প্রতি ভালোবাসা প্রকাশ বলতে চাই। খুব মিস করি অ্যালবামের দিনগুলো। আমি সেই ভাগ্যবান, যে কিনা অ্যালবাম সংস্কৃতির একদম শেষ সময়টা পেয়েছি। প্রায় দুই বছর ধরে গানগুলো নিয়ে কাজ করছি। প্রথমে ইচ্ছা ছিল ১০টি গানই করবো। কিন্তু নানা প্রেক্ষাপটের কারণে ৬টা গান করে থামতে হলো। অ্যালবামের প্রত্যেকটা গান অনেক মায়া আর ভালোবাসা নিয়ে তৈরি। আশা করছি আশার চেয়েও অনেক ভালো ফিডব্যাক পাবো শ্রোতাদের কাছ থেকে।’

‘ঐশী এক্সপ্রেস-টু’-এর। গানগুলোর শিরোনাম—হৃদয়ের পোষা ধন, মনের খবর, আকাশ, দম দাও, খুঁজে ফিরি তাই ও ঘোমটা।

আগামী ২৪ ফেব্রুয়ারি অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে। একই দিন আসবে অ্যালবামের ‘মনের খবর’ গানটির মিউজিক ভিডিও। শাহান কবন্ধের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছেন অ্যাপিরাস। ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির।

এর আগের মিউজিক ভিডিওগুলোতে ঐশীর চেহারা দেখা গেলোও নিজে সেভাবে মডেল হননি। তবে এবারের ভিডিওতে তাকে মডেল হিসেবেও দেখা যাবে।

একক অ্যালবাম ঐশী ঐশী এক্সপ্রেস-টু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর