অস্কার জয়ের পর আয় বেড়েছে প্যারাসাইটের
১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫:১০
গত সপ্তাহে অনুষ্ঠিত অস্কারের মঞ্চে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ চারটি পুরষ্কার জয়ের পর দক্ষিন কোরিয়ান চলচ্চিত্র প্যারাসাইট বক্স অফিসে নতুন করে সাড়া জাগিয়েছে। যুক্তরাষ্ট্রের বক্স অফিসে এটি অষ্টম অবস্থানে উঠে এসেছে। ২৩৪ শতাংশ টিকেট বিক্রি বেড়েছে যার মূল্যমান ৫.৫ মিলিয়ন ডলার।
দক্ষিণ কোরিয়ান এই অ্যাডেভেঞ্চার কমেডির মুক্তি-পুর্ববর্তী ট্রেইলারস চলচ্চিত্রপ্রেমী ও সমালোচকদের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেলেও যুক্তরাষ্ট্রে তার সূচনা সপ্তাহে ৫৭ মিলিয়ন ডলারের ব্যবসা করে। এটি যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিক চলচ্চিত্রগুলোর মধ্যে এখন পর্যন্ত চতুর্থ ব্যবসাসফল চলচ্চিত্র।
অস্কারজয়ের পর যুক্তরাষ্ট্রের মতোই যুক্তরাজ্যের বাজারেও সাড়া ফেলেছে প্যারাসাইট। গত সপ্তাহে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র ৪.৭ মিলিয়ন ব্যবসা করেছে। অস্কার জয়ের পর এর টিকেট বিক্রি ১৩৩ শতাংশ বাড়ে যার মূল্যমান ২.৫ মিলিয়ন ডলার।
৯ ফেব্রুয়ারি অস্কারের পর বঙ জুন-হো পরিচালিত এই চলচ্চিত্রটি এখন পর্যন্ত ৮.৮ মিলিয়ন ডলার আয় করেছে।