Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মান থ্রিলার রিমেকে তাপসী পান্নু


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৬

জার্মান থ্রিলার ‘রান লোলা রান’ ১৯৯৮ সালে অস্কারে ‘সেরা বিদেশি ভাষা’র চলচ্চিত্র বিভাগে জমা পড়েছিলো। শেষ পর্যন্ত পুরস্কার না জিতলেও এটি ছিলো জার্মানির প্রথমবারের মত অস্কারে অংশগ্রহণ। ছবিটি সাতটি জার্মান চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলো। টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলো, পেয়েছিলো দর্শকদের ভোট সানড্যান্স চলচ্চিত্র উৎসবে।

বিশ্বের অন্যতম কাল্ট চলচ্চিত্রটি অবলম্বনে এবার ছবি বানাচ্ছে বলিউড। এর প্রধান চরিত্রে ফ্রাঙ্কা পোটেন্তের জায়গায় তাপসী পান্নু অভিনয় করবেন। তার প্রেমিকের ভূমিকায় অভিনয় করবেন রাজ ভাসিন। মূল ছবিতে চরিত্রটি করেছিলেন মরিৎস ব্লিবট্রয়। ছবির নাম রাখা হয়েছে ‘লুপ লাপেটা’। পরিচালনা করবেন বিজ্ঞাপননির্মাতা আকাশ ভাটিয়া।

বিজ্ঞাপন

তাপসী খবরটি নিশ্চিত করে বলেন, এ ধরনের একটি গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া দুর্দান্ত চরিত্রে অভিনয় করতে পারবো জেনে নিজেকে দারুণ সৌভাগ্যবান মনে হচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের চরিত্র আমার ক্যারিয়ারে দারুণ সংযোজন হবে। আমি খুবই উত্তেজিত এ ধরনের আইকনিক একটি ছবি ভারতে তৈরি হচ্ছে। আমার দেরি সহ্য হচ্ছে না, কবে থেকে শুটিং শুরু হবে!

মূল ছবিটি পরিচালনা করেছিলেন জার্মান নির্মাতা টম টিকওয়ার। ছবিতে তিনি এক ঘটনায় লোলার তিন ধরনের পরিনতি দেখান। গল্পে দেখা যায়, লোলা তার প্রেমিক ম্যানির কাছ থেকে একটি ফোন কল পান। ম্যানি তাকে জানায়, সে একটি সাব-ওয়েতে একটি ব্যাগ পেলে গেছে। যেখানে ১ লক্ষ টাকার মাদক রয়েছে। এখন সে যদি এ টাকা দুপুরের মাঝে গ্যাং লিডারকে ফেরত না দিতে পারে তাহলে তাকে খুন করা হবে। হাতে মাত্র ২০ মিনিট রয়েছে, ম্যানির জীবন বাঁচানোর। দৌড়ানো শুরু করে লোলা।

বিজ্ঞাপন

সময়ের বিপরীতে ধীরে ধীরে এগিয়ে চলা গল্পে টম টিকওয়্যার দর্শকদের ধরে রাখেন তিনটি ভিন্ন ও সমান্তরাল সময় দিয়ে। যেগুলোতে খুব সূক্ষ্ম পার্থক্য থাকলেও বড়সড় বক্তব্য থাকে চরিত্রগুলোর ভাগ্য নিয়ন্ত্রিত হয়।

আকাশ ভাটিয়া জার্মান থ্রিলার টম টিকওয়্যার টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তাপসী পান্নু রাজ ভাসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর