Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেকআপ’ মুক্তি মার্চে


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২২

‘লাইট, ক্যামেরা, অ্যাকশন!’ দিয়ে দিনের শুরু আর ‘ওকে, কাট’ দিয়ে শেষ— এই হলো একজন চিত্রনায়কের নিত্যদিনকার রুটিন। শুটিংয়ের লাইটের আলোর ঝলকানিতে হারিয়ে যায় তাদের ব্যক্তিগত ভালোবাসা, সুখ, দুঃখ, হাসি-কান্নার গল্প। কিংবা তারা লুকিয়ে রাখেন। কারণ অনেক কষ্টে পাওয়া নাম, খ্যাতি, যশ এসব হারিয়ে যাওয়ার ভয়। বয়স বাড়ে তবুও হতে চান ২৫ বছর বয়সী যুবক। মেকআপ দিয়ে সব সত্যকে লুকাতে চান বর্ষীয়ান নায়ক।

এমনই গল্পে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। ছবিটি গত নভেম্বরে মুক্তির কথা বললেও আগামী মার্চে মুক্তি পেতে যাচ্ছে।

বিজ্ঞাপন

মামুন সারাবাংলাকে এ প্রসঙ্গে জানান, ‘আমরা আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে জমা দিবো। সব ঠিক থাকলে মার্চেই মুক্তি পাবে ছবিটি।’

‘মেকআপ’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, নবাগত রিয়েলি ও সাইফ চন্দন। আরও আছেন কাজী উজ্জ্বল ও কলকাতার পায়েল মুখার্জী ও বিশ্বজিৎ মুখার্জী।

ছবিটি প্রযোজনা করেছে সেলিব্রিটি প্রোডাকশন। সংস্থাটি আরও প্রযোজনা করছে সাইকো। এটিরও পরিচালক অনন্য মামুন।

অনন্য মামুন তারিক আনাম খান মেকআপ রিয়েলি রোশান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর