Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিকিতা পার্ল মারা গেছেন


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৬

কুইন অব কেটওয়ে’র কিশোরী অভিনেত্রী পার্ল ওয়ালিগওয়া মারা গেছেন। মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উগান্ডার বিভিন্ন সংবাদমাধ্যম।

নিকিতা পার্ল ২০১৬ সালে ডিজনির ব্যানারে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা কুইন ও কেটওয়ে- তে অভিনয় করে সারাবিশ্বে জনপ্রিয় হয়ে ওঠেন।

কুইন অব কেটওয়ে সিনেমায় নিকিতা গ্লোরিয়ার চরিত্রে অভিনয় করেন। এ সিনেমায় অস্কারজয়ী অভনেত্রী লুপিতা ইয়োঙ্গো তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। অস্কারজয়ী হলিউড তারকাদের সঙ্গে একই স্ক্রিনে অভিনয় করে উগান্ডায় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন নিকিতা। তার মৃত্যুতে আফ্রিকার এ দেশটিতে ভক্তরা শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, নিকিতার মস্তিষ্কে টিউমারের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের একটি ক্যাম্পেইন চলছিলো উগান্ডায়। ভারতের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের কথা ছিলো।

নিকিতা পার্ল

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর