Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্নপূরণের পথে কঙ্গনা


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৮

কঙ্গনা রানাউতের নতুন প্রকল্প হতে যাচ্ছে ‘তেজস’। এ খবরটি আগেই পাওয়া গেছে। এবার সিনেমাটিতে তার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। তেজস সিনেমায় কঙ্গনা রানাউত ভারতীয় বিমান বাহিনীর একজন দুর্ধর্ষ পাইলটের ভূমিকায় অভিনয় করবেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ইন্সটাগ্রামে প্রকাশিত ওই ছবিতে বিমান বাহিনীর পাইলটের ইউনিফর্মে দেখা যায় কঙ্গনাকে। দেখা যায় একটি তেজস ফাইটার জেট থেকে নেমে আসছেন তিনি। হাতে একটি হেলমেট।

বিজ্ঞাপন

তেজস পরিচালনা করবেন সরবেশ মেওয়ার। প্রযোজক রনি স্ক্রুওয়ালা। সিনেমাটি ভারতীয় বিমান বাহিনীর সাহসী নারী পাইলটের গল্প নিয়ে নির্মিত।

এর আগে সেনা কর্মীর ভূমিকায় অভিনয় করার জন্য তিনি কতটা মুখিয়ে আছেন সেকথা বহুবারই জানিয়েছেন কঙ্গনা। এবার তার সে আশা পূরণ হওয়ার পালা। আগামী জুলাই থেকে এ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমানে থালাইভি সিনেমার অভিনয়ে ব্যাস্ত সময় পার করছেন ‘বলিউড কুইন’ কঙ্গনা।

কঙ্গনা রানাউত তেজস