Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কন্ঠস্বর হারিয়ে ফেলেছেন এলটন জন (ভিডিও)


১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৬

ব্রিটিশ কিংবদন্তী সংগীতশিল্পী, গীতিকার, পিয়ানোবাদক এলটন জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কন্ঠস্বর সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। গান গাইতে পারছেন না। রোববার (১৬ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের মাউন্ট স্মার্ট স্টেডিয়ামে চলমান একটি কনসার্টের মঞ্চ থেকে গান না গেয়ে নেমে গেছেন তিনি। খবর বিবিসি।

এর আগে, ওই কনসার্টের মঞ্চে পিয়ানোর সামনে বসে এই কিংবদন্তী শিল্পীকে কাঁদতে ও হতাশায় মাথা নাড়াতে দেখা গেছে।

বিজ্ঞাপন

সমাবেত দর্শক-শ্রোতাদের উদ্দেশে এলটন জন বলেন, দুঃখিত, আমাকে চলে যেতে হচ্ছে। আমি গাইতে পারছি না। উপস্থিত ভক্তরা এ সময় করতালি দিয়ে তার শারীরিক অসুস্থতার বিষয়টি গ্রহণযোগ্য করে তোলেন। এরপর কয়েকজন সহকারীর সাহায্য নিয়ে মঞ্চ থেকে নেমে যান এলটন জন।

এরপর, নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বার্তায় কনসার্টে আসা সকলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

এদিকে, বিবিসি জানিয়েছে ওয়াকিং নিউমোনিয়া বা অ্যাটিপিকাল নিউমোনিয়ায় কাবু হয়ে পড়েছেন তিনি। এর কারণে খারাপ ধরনের ঠান্ডা লাগা, কাশি, বুকে ব্যথা, জিহবায় ঘা এবং মাথাব্যথায় ভুগতে হয়। যদিও এ ধরনের নিউমোনিয়া তেমন মারাত্মক কোনো কিছু নয়। কিন্তু সময়মতো চিকিৎসা না হলে ভয়াবহ রূপধারণ করতে পারে।

প্রসঙ্গত, এলটন জন তার বিদায়ী ইয়েলো ব্রিক রোড ট্যুরের অংশ হিসেবে নিউজিল্যান্ডের ওই কনসার্টে গাইতে গিয়েছিলেন।

অকল্যান্ড ইয়েলো ব্রিক রোড ট্যুর এলটন জন নিউজিল্যান্ড মাউন্ট স্মার্ট স্টেডিয়াম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর