Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধার্থ শুক্লা হলেন ‘বিগ বস’


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৭

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’ এর বিজয়ী হয়েছেন ছোট পর্দার তারকা সিদ্ধার্থ শুক্লা। সপ্তাহ জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটাভুটির মাধ্যমে দর্শকরাই নির্বাচিত করেছে তাদের প্রিয় অভিনেতাকে। অসীম রিয়াজকে ফাইনালে হারিয়ে শেষে ট্রফি গেল শুক্লার হাতেই।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিগ বস সিজনের ১৩তম আসরে জনপ্রিয় অভিনেতা ও শোয়ের হোস্ট সালমান খান বিজয়ী সিদ্ধার্থ শুক্লার নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিগ বস ১৩ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগি ছিলেন রশমি দেশাই, শেহনাজ গিল, পরশ ছাবড়া, আরতি সিং ও অসীম রিয়াজ।

‘দিল সে দিল তাক’ ও ‘বালিকা বধূ’র অভিনেতা সিদ্ধার্থ শুক্লা মঞ্চে আসার আগে থেকেই তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। বিগ বসের প্রত্যেকটি মুহূর্তে সিদ্ধার্থের কাজের অসাধারণ উদ্যম, শেহনাজের সঙ্গে তার রসায়ন, অন্য প্রতিযোগিদের সঙ্গে কঠিন সময়েও সবকিছু সামলে নেওয়ার দক্ষতা- এই বিষয়গুলো ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অনুষ্ঠানের শেষে সালমান খান তার জনপ্রিয় নাচে মঞ্চ মাতালেন। এসময় সিদ্ধার্থ শুক্লা ও অসীম রিয়াজ সঙ্গ দেন সালমানকে।

বিগ বস ১৩ সিদ্ধার্থ শুক্লা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর