Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিবসের পরেও ভালোবাসার নাটক


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৪

ভালোবাসা দিবস শেষ হয়ে গেছে। কিন্তু এখনো প্রচার হচ্ছে দিবসটি উপলক্ষে নির্মিত নাটক। আগামী ১৭ ফেব্রুয়ারি প্রচারিত হবে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘কাছে আসা’।

প্রেম, ভালোবাসা, চাওয়া-পাওয়া আর আবেগের মিশেলে  নির্মিত নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাহসান ও সায়লা সাবি।

‘কাছে আসা’ নাটকটি নিয়ে তাহসান খান বলেন, ‘নাম শুনেই অনুমান করতে পারছেন নাটকের গল্পে কী আছে। তবে নাটকের গল্পে দর্শকরা তাদের প্রত্যাশার চাইতেও বেশি কিছু পাবেন। এটা তা অবশ্যই ভিন্ন কিছু। সায়লা সাবির সাথে এর আগেও দর্শক আমাকে দেখেছেন । রেসপন্স খুব ভালো ছিলো। বান্নাহ’র পরিচালনায়ও দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করেছেন।’

লুমিনো পিকচার্স এর ব্যানারে নির্মিত ‘কাছে আসা’ প্রযোজনা করেছেন আর.এইচ তানভীর। প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে।

কাছে আসা তাহসান মাবরুর রশীদ বান্নাহ সায়লা সাবি