Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গলি বয়’-এর দখলে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৪

হয়ে গেলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের এবারের আসর। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আসামের রাজধানী গৌহাটিতে অনুষ্ঠিত এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জয়া আখতারের ‘গলি বয়’ সিনেমার জয়জয়কার। সেরা ছবির পাশাপাশি ছবিটির ঝুলিতে গেছে সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার। সেরা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন রণবীর সিং আর আলিয়া ভাট।

এই প্রথমবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসর বসে আসামের রাজধানী গৌহাটিতে। অনুষ্ঠানজুড়ে বড় আলোচনার বিষয় ছিল জয়া আখতারের সিনেমা ‘গলি বয়’। পুরস্কার বিতরণী পর্ব জুড়ে বারবার নিতে হয়েছে সিনেমাটির নাম।

বিজ্ঞাপন

ভারতের সিনেমা জগতে অস্কারের মতই মর্যাদাসম্পন্ন ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ডের এবারের আসরে বিজয়ীদের তালিকা দেখে নেওয়া যাক-

সেরা অভিনেতা: রণবীর সিং (গলি বয়), সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গলি বয়), সেরা পরিচালক: জয়া আখতার (গলি বয়), সেরা অভিনেত্রী (ক্রিটিকস): ভূমি পড়নেকর এবং তাপসী পান্নু (সান্ড কি আঁখ), সেরা অভিনেতা (ক্রিটিকস): আযুষ্মান খুরানা, (আর্টিক্যাল ১৫), সেরা ছবি: গালি বয়, সেরা ছবি (ক্রিটিকস): আর্টিক্যাল ১৫ এবং সোনচিড়িয়া, সেরা পার্শ্বঅভিনেতা: সিদ্ধান্ত চতুর্বেদী (গলি বয়), সেরা পার্শ্বঅভিনেত্রী: অম্রুতা সুভাষ (গলি বয়), সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (কলঙ্ক), সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (ওয়ার)।

গাল্লি বয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড