Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটম্যানের ‘ফার্স্ট লুক’, সাড়া ফেলেছেন রবার্ট প্যাটিনসন


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৪

ব্যাটম্যানের নতুন সিনেমায় মুখ্য চরিত্রে বিখ্যাত ‘টুইলাইট সাগা’র তারকা রবার্ট প্যাটিনসনের ‘ফার্স্ট লুক’ প্রকাশ হয়েছে। আর এ দিয়ে সিরিজের ভক্তদের মধ্যে সাড়া ফেলে দিয়েছেন রবার্ট প্যাটিনসন। রবার্ট প্যাটিনসনকে ব্যাটম্যানের ভূমিকায় দারুণ মানাবে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রিয় এ সিরিজের পরবর্তী সিনেমার পরিচালক ম্যাট রিভস প্রকাশ করলেন ব্যাটম্যানের ফার্স্ট লুক। ব্যাটম্যান খ্যাত ব্রুস ওয়েনের চরিত্রে অভিনয় করার জন্য রবার্ট প্যাটিনসনের ক্যামেরা টেস্টের একটি টিজারেই মূলত পাওয়া গেল নতুন ব্যাটম্যানকে।

বিজ্ঞাপন

ইতিমধ্যেই নেট দুনিয়ায় সাড়া ফেলেছে এই টিজার। সিরিজের পাড় ভক্তরা ৫৫ সেকেন্ডের টিজারে ব্যাটম্যানের ফার্স্ট লুক দেখে দারুণ উচ্ছ্বসিত। ম্যাট রিভসের টুইটার প্রোফাইলে প্রকাশ হওয়া এ টিজারটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ভক্তরাও প্রথম দেখাতেই ব্যাটম্যান রূপে রবার্ট প্যাটিনসনকে আপন করে নিয়েছেন।

এ সিনেমায় ব্রুস ওয়েন চরিত্রে রবার্ট প্যাটিনসনের পাশাপাশি ক্যাটওম্যানের চরিত্রে জো ক্রাভিটজ, পেংগুইনের চরিত্রে কলিন ফ্যারেল অভিনয় করবেন। উল্লেখ্য, ২০২১ সালের জুনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত এ সিনেমাটি।

টপ নিউজ ব্যাটম্যান রবার্ট প্যাটিসন

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর