Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্থিবের ‘ভালোবাসার দিবসে’


১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০০ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৭

স্বাভাবিক কর্মতৎপরতার বাইরেও ব্যান্ড ‘পার্থিব’ বরাবরই বিশেষ দিবস কিংবা উৎসবে নিজেদের সম্পৃক্ত রাখে নতুন নতুন গান প্রকাশ করে। এমন সংস্কৃতি দেশের অন্য কোনও ব্যান্ডের বেলায় দেখা যায় না। পার্থিব যেমন একুশে ফেব্রুয়ারিতে গান প্রকাশ করে, তেমনি ভালোবাসা দিবসেও। বাদ যায় না বন্ধু দিবস, শীত মৌসুম কিংবা ক্রিকেট উৎসবও। এবারও তার ব্যতিক্রম ঘটলো না।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘পার্থিব’ প্রকাশ করেছে বিশেষ একটি গান ‘ভালোবাসার দিবসে’। গানটির কথা লিখেছেন সুমনা আর সুর দিয়েছেন দলনেতা রুমন। গানটির ভিডিও প্রকাশ হয়েছে ১২ ফেব্রুয়ারি ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে। এছাড়াও গানটি শোনা যাচ্ছে বিভিন্ন মোবাইল অপারেটরের অডিও স্ট্রিমিং আ্যপগুলোতে।

বিজ্ঞাপন

রুমন বলেন, ‘আমরা চেষ্টা করছি নিয়মিত ভালো গান শ্রোতাদের উপহার দিতে। চেষ্টা করছি গানে গানে সময়টাকেও ছুঁয়ে যেতে, প্রতিটি দিবস আর উৎসবকে রাঙিয়ে দিতে। এ বছর আরও গোটা চারেক গান রিলিজ করবার ইচ্ছা আছে আমাদের।’

পার্থিব ভালোবাসার দিবসে রুমন

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর