জেমস বন্ড সিনেমার থিম সং প্রকাশ, আইলিশের নতুন কীর্তি
১৪ ফেব্রুয়ারি ২০২০ ১১:০৩ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৭
মার্কিন টিন পপ সেনসেশন বেইলি আইলিশের রমরমা সময় যাচ্ছে। গ্র্যামি অ্যাওয়ার্ডসে জয়জয়কার ও অস্কার রাতে তার পারফরম্যান্সে বিশ্বমাত। এরিমধ্যে বিখ্যাত ব্রিটিশ স্পাই থ্রিলার জেমস বন্ড সিরিজের সিনেমা ‘নো টাইম টু ডাই’-এর থিম সং প্রকাশ হয়েছে। এ গানটি গেয়েছেন বেইলি আইলিশ।
চার মিনিটের এ ‘থিম সং’টির গীতিকার বেইলি আইলিশ নিজে। এছাড়া গানটি লিখেছেন তার ভাই ২২ বছর বয়েসী ফিনেয়াস। গানটির টাইটেল ও সিনেমার টাইটেল একই- ‘নো টাইম টু ডাই’। বৃহস্পতিবার ইউটিউব সহ বিভিন্ন ভিডিও স্ট্রিমিং মাধ্যমে গানটি রিলিজ দেওয়া হয়।
এ গানটির প্রযোজনাও করেছেন ফিনেয়াস। সংগীত আয়োজনে ছিলেন বিখ্যাত হ্যান্স জিমার ও ম্যাট ডাঙ্কলে।
এরমধ্যে দিয়ে নতুন এক কীর্তি গড়া হলো ১৮ বছর বয়েসী বেইলি আইলিশের। জেমস বন্ড সিরিজের কোন সিনেমার সর্বকনিষ্ঠ থিম সং লেখক ও গায়িকা হলেন তিনি। এই বয়েসেই আদেলে, ম্যাডোনা, পল ম্যাক কার্টনির মত তারকাদেরও কাতারে বসা হলো আইলিশের।
‘নো টাইম টু ডাই’ জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা। জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের এ সিরিজের শেষ সিনেমা হতে যাচ্ছি এটি।