Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮০ হলে ‘বীর’


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৪২

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে ‘বীর’। কাজী হায়াত পরিচালিত পরিচালকের ৫০তম ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলি ও মিশা সওদাগর।

সারাদেশে ৮০টির মত সিনেমা হলে চলবে ছবিটি। এমনটাই জানালেন পরিচালক কাজী হায়াত।

কাজী হায়াত বলেন, শুক্রবার কম বেশি ৮০টির মত সিনেমা হলে চলবে ‘বীর’। আশাকরছি দর্শকদের একটি ভালো ছবি উপহার দিতে পারবো।

ছবির কাহিনি প্রসঙ্গে তিনি জানান, শাকিব রাজনীতিক গুটিবাজির শিকার হয়ে একজন পেশাদার খুনি হয়ে যায়। তার বিপরীতে থাকা বুবলি একজন রাজনীতিবিদের আশ্রীতা। শাকিবের দায়িত্ব থাকে দেখে শুনে রাখা।

ছবিতে শাকিব খানের নাম থাকে ‘বীর’। প্রকাশিত ট্রেলার, পোস্টার দেখে বলা হচ্ছে এটি ভারতীয় ছবি ‘কেজিএফ’র নকল। তিনি অভিযোগটি উড়িয়ে দিয়ে বলেন, ‘বীর সম্পূর্ণ মৌলিক একটি সিনেমা। এটি দেশপ্রেমের গল্প। এর সাথে দেশি-বিদেশি কোনও গল্পের মিল নেই। মান্নাকে নিয়ে আমি যেমন টাইপের ছবি করতাম ওই টাইপের ছবি হবে এটা।’

এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন শাকিব খান ও মোঃ ইকবাল।

কাজী হায়াত বীর বুবলি মিশা সওদাগর শাকিব খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর