Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাল্গুনে দেবলীনা’র ‘এই যে বসন্ত’


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৬

এই ফাল্গুনে আসছে দেবলীনা ও অনিরুদ্ধর বসন্তের গানচিত্র ‘এই যে বসন্ত’। ‘কোহেলী ডাকিছে বনে/ভালো লাগা মনে মনে/চোখের চাহনিতে কি মন্ত্র/আহা এই যে বসন্ত’- এমন কথার গানটি লিখেছেন সুমন সাহা। সুরে অনিরুদ্ধ এবং সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

গান সর্ম্পকে গীতিকার সুমন সাহা বললেন, ‘আমার লেখা এই প্রথম কোনো গান একেবারে নতুন একজন শিল্পী সুর করল। একেবারেই ভিন্ন একটা আমেজের সুর হয়েছে গানটিতে। আমি নিশ্চিত শ্রোতাদের ভালো লাগবে’।

বিজ্ঞাপন

সংগীতশিল্পী দেবলীনা সুর জানালেন, ‘যেমন গানের কথা তেমনি সুর। অনেকদিন অপেক্ষার পর এমন একটা গান গাইতে পেরে ভালো লাগছে। আমার ধারণা এবার বসন্তে এই গানটাই হবে বসন্তের সেরা গান’।

পহেলা ফাল্গুনে ‘গানওয়ালা’র ইউটিউব চ্যানেলে ‘এই যে বসন্ত’ গানচিত্রটি প্রকাশিত হবে।

এই যে বসন্ত গানওয়ালা দেবলীনা সুমন সাহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর