Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরোধ নেই!


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৩

বাহুবলি দিয়ে ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস গড়েছিলেন এস এস রাজমৌলি আর প্রভাস। ধারণা করা হয়েছিলো, এই জুটি এরকম আরও কিছু সিনেমা হয়ত উপহার দেবেন ভবিষ্যতে। কিন্তু তা আর হল কোথায়?

সবাই যখন ভাবছেন তারা আবার এক হবেন তখন দুজন জানালেন তাদের পথ হতে যাচ্ছে ভিন্ন। তামিল স্টার রাম চরন ও এনটি রামা রাও জুনিয়রকে নিয়ে কাজ করছেন পরিচালক রাজমৌলি। আর প্রভাস ব্যস্ত রাধা কৃষ্ণার পরিচালনায় তার ২০তম ফিচার সিনেমা নিয়ে।

বিজ্ঞাপন

বাহুবলির পরিচালক ও অভিনেতার আলাদা দুটি সিনেমা এবার একই সময় রিলিজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিলো। এতে বক্স অফিসে টক্কর হওয়ার আশংকা জাগে ভক্তদের মনে। কেননা প্রিয় সিনেমা বাহুবলির পরিচালক ও অভিনেতা দুজনেরই ক্ষতি হতে পারে এতে।

তবে ভক্তদের আশ্বস্ত করেছেন প্রভাস ও রাজমৌলি। তারা জানান, দুটি সিনেমার রিলিজ এমনভাবে দেওয়া হবে যাতে কেউ কারো বাজারে ভাগ না বসান। দুজনই বলেছেন, এ দুটি সিনেমার রিলিজের মধ্যে কমপক্ষে ২ মাস সময় থাকবে।

জানা যায়, রাজমৌলির সিনেমা ২০২১ সালের জানুয়ারিতে রিলিজ হতে পারে। আর প্রবাসের সিনেমাটি ২০২১ সালের মাঝামাঝিতে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এস এস রাজমৌলি প্রভাস বাহুবলি বিরোধ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর