Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও বুবলির নামে গান, সঙ্গে নেতিবাচক সমালোচনা


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:১৯

‘বসগিরি’ ছবিতে বুবলিকে নিয়ে প্রথমবার কোনও গান করা হয়। ‘বুবলি বুবলি’ শিরোনামের গানটি ইতোমধ্যে ইউটিউবে ৩ কোটির ও বেশি ভিউ হয়েছে।

বুবলিকে নিয়ে আবারও তৈরি হলো গান। তবে এবারেরটি আইটেম গান। ‘মিস বুবলি’ শিরোনামের গানটি ব্যবহৃত হয়েছে ‘বীর’ ছবিতে।

মঙ্গলবার গানটি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে। আগের গানের মত এ গানেও বুবলির সাথে পারফর্ম করেছেন শাকিব খান। নতুন যুক্ত হয়েছেন মিশা সওদাগর। ২৪ ঘণ্টা পেরানোর আগেই গানটি ইতোমধ্যে ৫ লাখের বেশি দর্শক দেখে ফেলেছেন।

কোনালের গাওয়া গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। কলকাতার আকাশের সুরে গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব।

তবে গানটি প্রকাশের পর কমেন্ট বক্সে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। যার বেশিরভাগই বুবলিকে নিয়ে নেতিবাচক সমালোচনা। এছাড়া সুরকার আকাশকে নিয়েও নেতিবাচক মন্তব্য করতে দেখা যাচ্ছে  অনেককে। বলা হচ্ছে তিনি তার তৈরি করা আগের কয়েকটি গানের সুর মিলিয়ে এই গানটি করেছেন।

কাজী হায়াত পরিচালনা করছেন ‘বীর’। এটি তার পরিচালনায় ৫০তম ছবি। আগামী ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা করেছে এসকে ফিল্মস।

এসকে ফিল্মস কাজী হায়াত কোনাল টপ নিউজ বীর বুবলি ভালোবাসা দিবসের ছবি মিস বুবলি শাকিব খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর