জাতীয় নাট্যোৎসব: এক্সপেরিমেন্টাল হলে ‘একা এক নারী’
১২ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১১:০২
‘জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি, মানবে না এ সংস্কৃতি’— এই প্রতিপাদ্যে সারাদেশে চার শতাধিক নাট্য সংগঠনের অংশগ্রহণে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০২০’। দেশের ৬৪ জেলায় আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থকে শুরু হচ্ছে এই নাট্যোৎসবের। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই উৎসবের প্রথম দিন আজ সকাল সাড়ে ১১টায় সব বিভাগ থেকে অনুষ্ঠান উপস্থাপন হবে। এরপর গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই নাট্যোৎসব উদ্বোধন করবেন। একইসময় প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংস্কৃতি ও নাট্যকর্মীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান একযোগে প্রচারিত হবে।
আজ (বুধবার) ‘জাতীয় নাট্যোৎসবে’র প্রথম দিনে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হচ্ছে নাট্যচক্র’র ‘একা এক নারী’। তনিমা হামিদের একক অভিনয়ের এই নাটকটির মূল রচয়িতা দারিও ফো এবং ফ্রাংকা রামে। তাদের রচিত ‘আ উইম্যান অ্যালোন’ নাটকটিকে অনুবাদ করেছেন আবদুস সেলিম। দর্শক ও নাট্যবোদ্ধা মহলে বেশ আলোচিত ছিল প্রযোজনাটি। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন দেবপ্রসাদ দেবনাথ।
এক বহুতল ভবনের ফ্লাটে তালাবদ্ধ নিঃসঙ্গ এক নারীর সংলাপের মাধ্যমে এই নাটকের মূল রূপরেখা বিধৃত। নিত্যদিনের গৃহস্থালী কাজ, অশ্লীল ভীতিপ্রদ ফোন, বিপরীত ফ্ল্যাটের যৌন বিষয়ে অতি উৎসাহী তরুণের সংগোপন বাইনোকুলারের দৃষ্টি, কামাতুর দেবর, আর সদা ক্রন্দনরত শিশুসন্তানের মোকাবিলা করতে করতে এই নারী তার জীবনের আশা-নিরাশা, ভালোবাসার কথা আমাদের সাথে ভাগাভাগি করে। এর মধ্যেই স্থান পায় তার স্বামীর ও নিজের পরকীয়া প্রেমের কথাও। স্বামীর পরকীয়াতে তার কোনো প্রতিবাদের স্থান ছিল না, অথচ তার পরকীয়ার অপরাধে তাকে এই তালাবদ্ধ জীবনযাপনে বাধ্য করে ঈর্ষাকাতর অক্ষম স্বামী।
আপাতদৃষ্টে ‘অবাস্তবতা’ থেকে এক শোকাবহ অভিজ্ঞতায় উত্তীর্ণ এই নিঃসঙ্গ নারীর স্বগতোক্তির সঙ্গে পুরুষের একতরফা আধিপত্য, নারীর যৌনবঞ্চনা, বাধ্যতামূলক গৃহস্থালি কর্ম, পরপুরুষের যৌন নিপীড়ন এবং সর্বোপরি মারিয়ার গৃহবন্দিত্বের সঙ্গে বিশ্বের সব নারীর যোগসূত্রের সত্যতা স্পষ্ট হয় এই নাটকে। চূড়ান্ত দৃশ্যে তার বিদ্রোহের চেহারাটা আসলে সমগ্র নারীজাতির অন্তর্গত শক্তিরই রূপ।